TRENDING:

Mimi Chakraborty: স্টেজে অনুষ্ঠান চলাকালীন বন্ধ করা হল মিমি চক্রবর্তীর গান, 'অপমানিত' নায়িকা, তুলে ধরলেন একগুচ্ছ অভিযোগ

Last Updated:
লগ্নজিতা-স্নিগ্ধজিতের পর এবার সীমান্ত শহরে হেনস্তার অভিযোগ অভিনেত্রী মিমি চক্রবর্তীর
advertisement
1/5
স্টেজে অনুষ্ঠান চলাকালীন বন্ধ করা হল মিমি চক্রবর্তীর গান, 'অপমানিত' নায়িকা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লগ্নজিতা স্নিগ্ধজিতের পর এবার সীমান্ত শহর বনগাঁয় এসে হেনস্তার অভিযোগ অভিনেত্রী মিমি চক্রবর্তীর, মিথ্যা অভিযোগের পাল্টা দাবি ক্লাব সদস্যদের। রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী  মিমি চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
2/5
সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তবে অভিনেত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে অনুষ্ঠানের আয়োজক ক্লাব কর্তৃপক্ষ। যুবক সংঘের সদস্যদের বক্তব্য, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে মিমি চক্রবর্তী মঞ্চে আসেন এবং অনুষ্ঠান করেন। প্রশাসনের কাছ থেকে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান বন্ধ করা হয়। একেবারে সটান স্টেজে উঠে মিমিকে সেখান থেকে নেমে যেতে বলা হয়।
advertisement
3/5
অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তন্ময় শাস্ত্রী নামে একজন ব্যক্তি স্টেজে উঠে মিমির গান বন্ধ করে দেন। এরপর তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। ক্লাব সদস্যদের দাবি, অভিনেত্রীকে কোনওভাবেই অপমান বা হেনস্তা করা হয়নি। তাদের মতে, মিমি চক্রবর্তী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
advertisement
4/5
উল্টে ক্লাব কর্তৃপক্ষই এবার অভিনেত্রীর দেহরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের দাবি, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত কয়েকজন মহিলাকে মিমি চক্রবর্তীর দেহরক্ষীরা গায়ে হাত দিয়ে জোরপূর্বক নামিয়ে দেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
advertisement
5/5
এই ঘটনাকে ঘিরে দু’পক্ষের পাল্টা অভিযোগে পারদ চড়েছে বনগাঁর সাংস্কৃতিক মহলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mimi Chakraborty: স্টেজে অনুষ্ঠান চলাকালীন বন্ধ করা হল মিমি চক্রবর্তীর গান, 'অপমানিত' নায়িকা, তুলে ধরলেন একগুচ্ছ অভিযোগ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল