TRENDING:

৮ বছরের ছোট সহ-অভিনেতাকে বিয়ে, হইচই ফেলে দিয়েছিল ছোটপর্দার অভিনেতাদের প্রেমকাহিনি, কিশওয়ার আর সুয়শের জীবন ধারাবাহিকের চেয়েও রোমাঞ্চকর

Last Updated:
বয়স ছিল এই সম্পর্কে এক বড় আপত্তির বিষয়। কিশওয়ার সুয়শের চেয়ে ৮ বছরের বড় ছিলেন।
advertisement
1/6
৮ বছরের ছোট সহ-অভিনেতাকে বিয়ে, হইচই ফেলে দিয়েছিল ছোটপর্দার অভিনেতাদের প্রেমকাহিনি !
একই পেশায় রয়েছেন, এমন ব্যক্তিদের মধ্যে বিয়ে খুব একটা অস্বাভাবিক কোনও ব্যাপার নয়। দীর্ঘ দিন ধরে অনেকটা সময় একসঙ্গে কাটাতে কাটাতে, কাজ করতে করতে একে অপরকে ভালবেসে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা। তা খবর হয়ে ওঠে, যখন সেলিব্রিটিদের বিয়ে হয়। অভিনয় জগতে এই ব্যাপারটা খুব সাধারণ। জনপ্রিয় জুটি ভালবেসে বিয়ে করেছেন, এমনটা বহু বার শোনা গিয়েছে। কিন্তু, পর্দায় যাঁদের কাকিমা আর ভাইপোর সম্পর্ক, বাস্তব জীবনে তাঁরা যদি জুটি বাঁধেন, সেটা নিয়ে অনেকেরই চোখ কপালে উঠবে। কিশওয়ার মার্চেন্ট আর সুয়শ রাইয়ের সঙ্গেও ঠিক সেটাই হয়েছিল।
advertisement
2/6
‘প্যায়ার কি এক কাহানি’ ধারাবাহিকের কথা দর্শকরা খুব সম্ভবত এখনও ভুলে যাননি। মানুষ আর ভ্যাম্পায়ারের ভালবাসার গল্প তুলে ধরেছিল ছোটপর্দার এই জনপ্রিয় ধারাবাহিক। সেখানেই এক দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কিশওয়ার মার্চেন্ট আর সুয়শ রাইকে। ধারাবাহিকে কিশওয়ার মার্চেন্টের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন ভিভিয়ান ডিসেনা।
advertisement
3/6
ভিভিয়ানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন সুয়শ রাই। ফলে, যখন ধারাবাহিকের ছেলের বন্ধুকে বিয়ে করছেন কিশওয়ার এই খবর ছড়িয়ে পড়ে, তখন সবাই অবাক হয়েছিলেন।
advertisement
4/6
অবাক হওয়ার কারণ শুধু এটুকুই ছিল না। বয়স ছিল এই সম্পর্কে এক বড় আপত্তির বিষয়। কিশওয়ার সুয়শের চেয়ে ৮ বছরের বড় ছিলেন। এই নিয়ে সবার প্রথমে আপত্তি ওঠে সুয়শের বাড়ি থেকেই। মা-বাবা এটা মেনে নিতে পারেননি যে ছেলে ৮ বছরের বড় এক মেয়েকে বিয়ে করবে! অবশ্য, সুয়শ মা-বাবাকে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছিলেন, পরিবার থেকে তাঁদের সম্পর্ক মেনেও নেওয়া হয়।
advertisement
5/6
অনেকেই বলবেন যে কিশওয়ার আর সুয়শের সম্পর্কের দ্বিতীয় সমস্যা ছিল ধর্ম। কেন না, কিশওয়ার ইসলাম ধর্মাবলম্বী, অন্য দিকে, সুয়শ হিন্দু পরিবারের সন্তান। তবে, ধর্ম কখনই তাঁদের সম্পর্কে বড় কোনও বাধা ছিল না। সুয়শের বোন এর আগে বিয়ে করেছেন মুসলিম পরিবারে, অতএব, মূল আপত্তি ছিল কিশওয়ার আর সুয়শের বয়স নিয়েই! যাই হোক, সে বাধা পেরিয়ে ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা।
advertisement
6/6
এখন ছেলে নির্ভরকে নিয়ে তাঁদের সুখের সংসার! ২০২১ সালে তাঁরা সন্তানের মুখ দেখেন। নির্ভর হিন্দু এবং মুসলিম উভয় ধর্ম মতই মেনে চলে। সোশ্যাল মিডিয়ায় একবার নির্ভরের একটা ছবি দেখা গিয়েছিল, যেখানে সে রুদ্রাক্ষ আর ফেজ দুই পরেছিল। সেই ছবি নিয়েও বিতর্ক বড় কম হয়নি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
৮ বছরের ছোট সহ-অভিনেতাকে বিয়ে, হইচই ফেলে দিয়েছিল ছোটপর্দার অভিনেতাদের প্রেমকাহিনি, কিশওয়ার আর সুয়শের জীবন ধারাবাহিকের চেয়েও রোমাঞ্চকর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল