বিয়ের পরেই মা-কে হারিয়েছেন! কৌশাম্বীর পরিবারে ফের শোকের ছায়া, প্রিয় 'দিদা'কে হারালেন অভিনেত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কৌশাম্বী লেখেন, ‘না ফেরার দেশে ভালো থেকো দিদা’।
advertisement
1/7

বিয়ের কিছু দিন পরেই মাকে হারিয়েছিলেন কৌশাম্বী। ফের আরও এক মনখারাপের খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। মায়ের পর নিজের প্রিয় দিদাকে হারালেন নায়িকা।
advertisement
2/7
বৃহস্পতিবার রাতে কৌশাম্বীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতেই চমকে উঠেছিলেন সবাই। এক বছর আগে মা, তারপর দিদার মৃত্যুর খবর। এমন দুঃখজনক ঘটনায় উদ্বিগ্ন অনুরাগীরা।
advertisement
3/7
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কৌশাম্বী লেখেন, ‘না ফেরার দেশে ভালো থেকো দিদা’।
advertisement
4/7
হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কৌশাম্বীর মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। (Photo: Instagram)
advertisement
5/7
মা চলে যাওয়ার পরে কৌশাম্বী লিখেছিছেন, 'ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার। কে বুঝবে মা তোমার মতো করে আমায়। কার কাছে আবদার করব। কার সঙ্গে ঝগড়া করব।'
advertisement
6/7
মিঠাই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশাম্বী। ফুলকিতেও তাঁর চরিত্র ছিল বেশ পজিটিভ।
advertisement
7/7
২০২৫ সালের মে মাসে তাঁদের বিয়ের এক বছর হয়েছে। অভিনেত্রীকে এই মুহূর্তে দর্শক দেখছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে। অন্য দিকে অভিনেতা আদৃতকে শেষ বার দেখা গিয়েছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে।