ঘোড়ায় চড়ে এল বর ! বিয়ে করে ফেললেন 'রাধা' ওরফে টলি অভিনেত্রী এমিলা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন ছোট পর্দার অনেকেই। যেমন রূপসা, পায়েল দত্তর মতো চেনা মুখেদের দেখা গেল তাঁর বিয়েতে। সকলেই ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন।
advertisement
1/5

টলি পাড়ায় এখন বিয়ের মরশুম। করোনা আবহাওয়া সামান্য হালকা হতেই একের পর এক বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন টলি স্টাররা। সদ্যই বিয়ে হয়েছে উত্তম কুমারের পরিবারের দুই নাতির। এবার বিয়ের পিঁড়িতে বসলেন এমিলা সাধুখাঁ।
advertisement
2/5
এমিলাকে প্রথম অভিনয় করতে যায় মেগা সিরিয়াল 'রাধা'-তে। সে সময় এক মোটা নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিলেন নায়িকা। এর পর 'কে আপন কে পর' ছাড়াও 'মুখোশের আড়ালে' ও অন্য আরও অনেক চরিত্রে কাজ করেন তিনি।
advertisement
3/5
বহুদিন ধরেই ভালোবাসার সম্পর্কে ছিলেন এমিলা ও অমিত। ২০২০তেই বিয়ের কথা ছিল। কিন্তু করোনা ভেস্তে দেয় সব কিছু। তাই ২০২১ পড়তেই আর দেরি করেননি তাঁরা। গালা রিশেপশন হল তাঁদের বিয়ের।
advertisement
4/5
ঘোড়ায় চড়ে বিয়ে করতে এল বর। বউয়ের সাজে মালা পরিয়ে দিলেন অভিনেত্রী। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন ছোট পর্দার অনেকেই। যেমন রূপসা, পায়েল দত্তর মতো চেনা মুখেদের দেখা গেল তাঁর বিয়েতে। সকলেই ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন।
advertisement
5/5
এমিলা স্বপ্ন দেখতেন অভিনয়ের। এবার জীবনের এক বড় স্বপ্ন সত্যি হল তাঁর।