Tolly Actress With Own Plane: এত বড়লোক টলি নায়িকা! টাকার অন্ত নেই, কিনে ফেলেছেন নিজস্ব প্লেন! কে এই আগুনের গোলা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এক নায়িকা নিজের রোজগারে কিনেছেন গোটা একটা প্লেন! অকল্পনীয় হলেও সত্যি৷ আর এই নায়িকা খুবই জনপ্রিয়৷ তাঁর প্রচুর ফ্যান ফলোইং এবং সেই ভক্ত সংখ্যার মতো তাঁর ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর৷
advertisement
1/10

প্লেন মানেই বড় ব্যাপার! সাধারণ মানুষের প্লেনে চড়ে বসা অত্যন্ত খরচ সাপেক্ষ৷ আর সেখানে এমন এক নায়িকা রয়েছেন যিনি গোটা একটা প্লেন কিনে ফেলেছেন৷ এতটাই বড়লোক এই নায়িকা৷
advertisement
2/10
অভিনেতা-অভিনেত্রীদের বিপুল রোজগার৷ কোটি কোটি টাকার মালিক তাঁরা৷ ফলে নিজেদের জন্য প্রচুর খরত করেন তাঁরা সকলে৷ শুধু সাজ-পোশাকে লাক্সারি নয়, বিলাশবহুল বাড়ি, গাড়ি এমনকি নিজেদের প্লেনও থাকে অনেক সময়!
advertisement
3/10
বলিউড অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারদের নিজস্ব চাটার্ড ফ্লাইট রয়েছে৷ তবে এখন বলিউডকে ছাড়িয়ে গিয়েছে টলিউড অর্থাৎ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি৷ শুধু দেশেই নয়, তাঁরা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে৷ বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করছেন সাউথ ইন্ডিয়ান ছবি৷
advertisement
4/10
ফলে অভিনেতা-অভিনেত্রীদেরও বাজার রমরমা! কোটি কোটি টাকা আয় করছেন তাঁরা৷ ভক্তরা দক্ষিণ ভারতীয় অভিনেতা এবং অভিনেত্রীদের জীবনধারা এবং তাদের মোট মূল্য সম্পর্কে জানতে আগ্রহী।
advertisement
5/10
এরপরই আসে প্রভাসের নাম৷ বাহুবলী সিনেমার মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা প্রভাস। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের তালিকার একজন যার ব্যক্তিগত বিমান রয়েছে। সময়ে সময়ে তাঁর প্লেনে চড়ে যাওয়ার অভ্যাস।
advertisement
6/10
জুনিয়র এনটিআর RRR ছবিতে খুই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে এমন একজন যিনি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। প্রায় আট কোটি টাকার মূল্যের তাঁর নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে।
advertisement
7/10
পুষ্প দিয়ে ভক্তদের মন জয় করেছেন অভিনেতা আল্লু অর্জুন। উল্লেখ্য, সম্প্রতি তিনি একটি ৬ আসনের ব্যক্তিগত বিমান কিনেছেন।
advertisement
8/10
রাজামৌলি পরিচালিত আরআরআর চলচ্চিত্রের মাধ্যমে রাম চরণ এখন অত্যন্ত জনপ্রিয়৷ তেলেগু সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা চিরণজীবীর ছেলে, রাম চরণের নিজস্ব বিমান রয়েছে৷
advertisement
9/10
তবে বিশেষভাবে যান নাম উল্লেখ করতে হবে, তিনি হলেন নয়নতারা৷ দক্ষিণী অভিনেত্রী নয়নতারা তামিল সিনেমার শীর্ষস্থানীয় নায়িকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে জওয়ান ছবিতে শাহরুখের বিপরীতে৷
advertisement
10/10
প্রচুর হিট সিনেমা রয়েছে তাঁর৷ তবে শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও তিনি হিরোইনের মতো জীবনযাপন করেন। সম্প্রতি স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে একটি প্রাইভেট প্লেন কিনেছেন তিনি।