TRENDING:

WBCS পরীক্ষা না দিয়ে অভিনয়ের অডিশন! ইতিহাসের ছাত্র সবুজ বর্ধনে অভিনয় শুরুর মজাদার গল্প

Last Updated:
সবুজ বর্ধনের জন্মদিনেই সেদিন কুয়াশা ছিল ছবিতে তাঁর লুক সামনে এল৷
advertisement
1/6
WBCSপরীক্ষা পালিয়ে অভিনয় অডিশন!ইতিহাসের ছাত্র সবুজের অভিনয় শুরুর মজাদার গল্প
অভিনয় করবেন ভাবেননি কখনও৷ বুঝতে পারেননি এটাই হবে তাঁর পেশা৷ তবে নেশা একটা ছিল৷ যা তাঁকে তাড়িয়ে বেড়াত৷ এবং সেই চাহিদা থেকেই সবুজ বর্ধন এখন ধীরে ধীরে পায়ের তলায় মাটি পাচ্ছেন৷
advertisement
2/6
ইতিহাসে এম এ করেছেন সবুজ৷ ইচ্ছে ছিল সরকারি আধিকারিক হওয়ার৷ সেই মতো ডাব্লুবিসিএস পরীক্ষায়ও দিয়েছিলেন৷ প্রিলিমিনারি রাউন্ড পাশ করেন৷ এরপরের ধাপ মেইনস পরীক্ষা৷ প্রস্তুতি ছিলই৷ কিন্তু বাধ সাধল একটি অডিশন!
advertisement
3/6
কথায় বলে স্টার ইজ বর্ন৷ অর্থাৎ স্টার বা তারকা তৈরি হন না, তারা জন্মান সেই নিয়তি নিয়ে৷ সবুজের ক্ষেত্রেও তাই ছিল৷ সরকারি আধিকারিক হতে পারতেন, কিন্তু পরীক্ষার দিন, পরীক্ষা ছেড়ে তিনি চলে যান অডিশন দিতে৷ তার ফলে পরীক্ষাটা আর দেওয়া হয়নি৷ যদিও সেই অডিশন তিনি উৎরতে পেরেছিলেন কিনা সেটা জানা যায়নি৷
advertisement
4/6
এরপরও একটি বেসরকারি সংস্থায় কাজ করতে শুরু করেন সবুজ৷ সেখানেও বেশি দিন মন টেকেনি তাঁর৷ সব ছেড়েছুড়ে শেষ পর্যন্ত অভিনয় নিয়ে এগোতে শুরু করেন সবুজ৷ প্রথমে ছোট ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও, ধীরে ধীরে গুরুত্ব পেতে শুরু করেছেন তিনি৷
advertisement
5/6
জাজমেন্ট ডে, লালবাজার, ক্লিক ফ্লিকের মতো সিরিজে অভিনয় করেছেন তিনি৷ ছবিতে করছেন অভিনয়৷ লেডি চ্যাটার্জি, সেদিন কুয়াশা ছিল ছবিতে অভিনয় করেছেন তিনি৷
advertisement
6/6
অর্ণব মিদ্যা পরিচালিত ছিল সেদিন কুয়াশা ছিল ছবিতে সবুজকে দেখা যাবে সৌরসেনীর বিপরীতে৷ এক বিপ্লবীর স্বামীর চরিত্রে রয়েছেন সবুজ৷ আজ সবুজ বর্ধনের জন্মদিন৷ সেই দিনেই সামনে এল এই ছবিতে সবুজের লুক৷ এভাবেই অভিনয় আঁকড়ে চলুক আপনার জীবন৷ আরও ভাল কাজের অপেক্ষায় থাকল দর্শক৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
WBCS পরীক্ষা না দিয়ে অভিনয়ের অডিশন! ইতিহাসের ছাত্র সবুজ বর্ধনে অভিনয় শুরুর মজাদার গল্প
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল