Gaurav-Ridhima Son: চন্দন রঙা ধুতি-পাঞ্জাবি, মুখেভাতে ছেলের সঙ্গে পরিচয় করালেন গৌরব- ঋদ্ধিমা! কার মতো দেখতে একরত্তিকে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Gaurav-Ridhima Son: অবশেষে সোশ্যাল মিডিয়া ছেলে মুখ প্রকাশ্যে আনলেন করলেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। গত বছর ১৬ সেপ্টেম্বর জন্ম হয়েছে তাঁদের ছেলের, নাম রাখা হয়েছে ধীর।
advertisement
1/6

অবশেষে সোশ্যাল মিডিয়া ছেলে মুখ প্রকাশ্যে আনলেন করলেন তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। গত বছর ১৬ সেপ্টেম্বর জন্ম হয়েছে তাঁদের ছেলের, নাম রাখা হয়েছে ধীর।
advertisement
2/6
আজ, ছেলের মুখেভাতের দিন সোশ্যাল মিডিয়াতে ছবি পোষ্ট করে অভিনেতা গৌরব চক্রবর্তী লেখেন, ‘ আজ মুখে-ভাতের পর, Dheer is here to say a little hello to you! ❤️✨🧿’
advertisement
3/6
গতবছর, নববর্ষের দিন সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
advertisement
4/6
সন্তান জন্মানোর পর বহুবার একসঙ্গে ছবি দিলেও একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি গৌরব-ঋদ্ধিমা। মুখেভাতের দিন এই ছবি পোস্ট করলেন ‘ফেলুদা’র-পুত্র গৌরব।
advertisement
5/6
২০২৩-এর মহাসপ্তমীর দিন প্রথম ছেলেকে প্রকাশ্যে আনেন গৌরব-ঋদ্ধিমা। বাড়ির বারান্দায় সাবেকি পোশাকে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে সূর্যস্নাত ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমা ও গৌরব। তবে সেই সময় দেখা যায়নি একরত্তির মুখ।
advertisement
6/6
২০১৭ সালে ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারকা দম্পতি। পুত্র সন্তানের বাবা-মা হয়ে খুশিতে দিন কাটচ্ছে গৌরব ও ঋদ্ধিমার।