Aashka Goradia : সি-বিচে বিকিনি পরেই যোগা! টেলি অভিনেত্রীর শরীরী বিভঙ্গ ঝড় তুলেছে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Aashka Goradia : টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাদিয়া। তবে অভিনয়ের পাশাপাশি যোগ ব্যায়ামেও পারদর্শী অভিনেত্রী।
advertisement
1/10

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাদিয়া। তবে অভিনয়ের পাশাপাশি যোগ ব্যায়ামেও পারদর্শী অভিনেত্রী। সমুদ্রের ধারে বা প্রকৃতির মাঝেও যোগা করেন আশকা।
advertisement
2/10
সমুদ্রের ধারে মোনোকিনি পরে যোগ ব্যায়াম আশকার। হাতের ট্যাটু নজর কাড়ছে।
advertisement
3/10
শারীরিক ফিটনেসে মুগ্ধ করছেন আশকা। এই কঠিন যোগা অনায়াসেই করেন তিনি।
advertisement
4/10
নীল ছাপা বিকিনিতে কঠিন যোগ ব্যায়াম। রোদে যোগ ব্যায়াম স্বাস্থ্যের পক্ষেও উপকারী।
advertisement
5/10
দিনের অনেকটা সময় যোগ ব্যায়ামের পিছনে ব্যয় করেন অভিনেত্রী। আশকা টেলিভিশনের জনপ্রিয় মুখ।
advertisement
6/10
লাল পোশাকে যোগব্যায়াম। অভিনেত্রীর লাস্যও মুগ্ধ করেছে।
advertisement
7/10
পিঠের পেশী মজবুত করতে এই যোগব্যায়াম করছেন আশকা। পরনে সবুজ প্রিন্টেড স্যুইম স্যুট।
advertisement
8/10
স্লিট স্কার্টের সঙ্গে ক্রপ টপ। এই পোশাকেও যোগা করতে সাবলীল আশকা।
advertisement
9/10
অভিনেত্রী স্টার প্লাসের এক সময়ের ধারাবাহিক কঁহি তো হোগা-তে নজর কেড়েছিলেন।
advertisement
10/10
বিগবসের ঘরেও এসেছিলেন আশকা গোদারিয়া। এথনিক পোশাকেও যোগা করছেন অভিনেত্রী।