'আমি তো ইতিমধ্যে গৌরীর সঙ্গে বিবাহিত...' প্রেমিকাকে নিয়ে আচমকাই বোমা ফাটালেন আমির খান... বলিপাড়ায় হুল্লোড়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে গৌরীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আমির বলেন, ‘‘গৌরী ও আমি দু’জনেই এই সম্পর্কে সিরিয়াস। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মনে মনে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’’ তবে আইনি বা সামাজিকভাবে তাঁরা বিয়ে করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।
advertisement
1/6

বলিউডের তিন খানের মধ্যে তাকে নিয়ে চর্চার শেষ নেই৷ সম্পর্ক থেকে সম্পত্তি সবেতেই তিনি শিরোনামে৷ ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই খবরের শিরোনামে উঠে আসেন আমির খান।
advertisement
2/6
দু’দুবার বিয়ে ভেঙেছে তার৷ নাম জড়িয়েছে অনস্ক্রিন মেয়ের সঙ্গেও৷ নিজের ৬০ বছর বয়সে এসেও ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খান৷
advertisement
3/6
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা৷ বর্তমানে আমির খান ফিল্মস-এই কাজ করছেন। তিনি পেশাদার হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির উপর এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ৷ গৌরীর দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি এক ছয় বছর বয়সি সন্তানের মা।
advertisement
4/6
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে গৌরীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আমির বলেন, ‘‘গৌরী ও আমি দু’জনেই এই সম্পর্কে সিরিয়াস। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মনে মনে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’’ তবে আইনি বা সামাজিকভাবে তাঁরা বিয়ে করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।
advertisement
5/6
আমির জানিয়েছেন, গৌরী আর তিনি গত ২৫ বছর ধরে বন্ধু৷ বর্তমানে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়িয়েছে৷ তাঁর পরিবারও গৌরীকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরির পরিচয় হয়েছে, যখন তাঁরা আমিরের বাড়িতে একটি ব্যক্তিগত ডিনারে অংশ নেন।
advertisement
6/6
আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে—ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। কিরণের সঙ্গে তার এক ছেলে আছে, আজাদ, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। আমির তার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।