Aamir Khan: ৬০ বছরের জন্মদিনে বড় চমক! নতুন সম্পর্ক নিয়ে অকপট আমির! প্রেমিকার নাম শুনলে অবাক হবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Aamir Khan: চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক্ জন্মদিন উদযাপন করলেন আমির।
advertisement
1/7

অবশেষে, সব অপেক্ষার অবসান। সামনে এল আমির খানের বহুচর্চিত প্রেমিকার নাম। প্রকাশ‍্য আসল রহস্যময়ীর নাম।
advertisement
2/7
চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক্ জন্মদিন উদযাপন করলেন আমির।
advertisement
3/7
শুক্রবারই জন্মদিন আমিরের। চলতি বছর ৬০ তম জন্মদিন বলে কথা তাঁর! তাই সেলিব্রেশনও বেশ জমকালো।
advertisement
4/7
বুধবার রাতেই তাঁর বাড়িতে শাহরুখ, সলমন খানরা যান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক্ জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট।
advertisement
5/7
তবে, পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার অবশ্য শোনেন সকলেই। মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিন পালন করেন আমির। তখনই কথায় কথায় গৌরীর সঙ্গে প্রেমে সিলমোহর দেন আমির।
advertisement
6/7
গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে, গৌরীর সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। বর্তমানে আমিরের সংস্থাতেই কর্মরতা তাঁর নতুন প্রেমিকা। এ দিন আমির স্পষ্ট জানিয়ে দেন, গৌরী ও তিনি একত্রবাস করছেন।
advertisement
7/7
আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সংবাদমাধ্যমের সামনে কেক কাটার সময় প্রেমিকাকে নিয়ে এমনই নানা তথ্য ভাগ করে নিয়েছেন আমির।