Raja Hindustani: টানা ৩ দিন শ্যুট, ৪৭ রিটেক! একটি চুম্বনের জন্য় কেন এতটা সময় লাগে আমির-করিশ্মার
- Published by:Sanchari Kar
Last Updated:
Raja Hindustani: ছবিতে আমির এবং করিশ্মার কয়েক মুহূর্তের একটি চুম্বন দৃশ্য নিয়ে ঝড় উঠেছিল। কিন্তু জানেন কি, সেটি শ্যুট করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল ছবির পরিচালক এবং নায়ক-নায়িকাকে?
advertisement
1/8

সাল ১৯৯৬। বক্স অফিসে ঝড় তুলেছিল 'রাজা হিন্দুস্তানি'। আমির খান-করিশ্মা কাপুর অভিনীত এই ছবি আজও সিনেপ্রেমীদের চর্চায় উঠে আসে। এক ট্যাক্সি চালকের সঙ্গে উচ্চবিত্ত পরিবারের মেয়ের প্রেমের আখ্যানকে কেন্দ্র করে বোনা হয়েছিল ছবির গল্প।
advertisement
2/8
ছবিতে আমির এবং করিশ্মার কয়েক মুহূর্তের একটি চুম্বন দৃশ্য নিয়ে ঝড় উঠেছিল। আজও তা নিয়ে চর্চা কম নয়। কিন্তু জানেন কি, সেটি শ্যুট করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল ছবির পরিচালক এবং নায়ক-নায়িকাকে?
advertisement
3/8
এক সাক্ষাৎকারে করিশ্মা জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে তিন দিন ধরে তামিলনাড়ু এবং উটিতে সেই দৃশ্যটির শ্যুট হয়।
advertisement
4/8
সেই সময় উটিতে প্রবল ঠান্ডা। তার মধ্যেই সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত শ্যুট চলত।
advertisement
5/8
চুম্বনের সেই দৃশ্যে ৪৭ বার রিটেক দিতে হয়েছিল আমির এবং করিশ্মাকে। কারণ নায়ক-নায়িকা দু'জনেই থরথর করে ঠান্ডায় কাঁপছিলেন।
advertisement
6/8
ধর্মেশ জানিয়েছিলেন, সেই দৃশ্যটি যাতে কোনও ভাবেই কুরুচিকর না লাগে, সে দিকে বিশেষ নজর দিয়েছিলেন তিনি। তাই সেই চুম্বন দৃশ্যটিকে বিশেষ যত্ন নিয়ে শ্যুট করতে চেয়েছিলেন পরিচালক।
advertisement
7/8
বক্স অফিসে সেই সময়ে দারুণ ব্যবসা করেছিল 'রাজা হিন্দুস্তানি'। ৬ কোটির বাজেটের এই ছবির ভাঁড়ারে এসেছিল ৭৮ কোটি টাকা।
advertisement
8/8
এই ছবির জন্য সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন আমির এবং করিশ্মা।