Bollywood Actor: ৩০৮ জন প্রেমিকা, তিনবার বিয়ে, একাধিকবার 'সহবাস'-এর পরও প্রেমে ব্যর্থ বলিউডের এই নায়ক! কে বলুন তো?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: একাধিক নারীসঙ্গের জন্যই সর্বদাই লাইমলাইটে থাকেন সঞ্জয় দত্ত৷ বায়োপিক সঞ্জুর হাত ধরে সঞ্জয় দত্ত-এর রঙিন জীবনের কাহিনি আজ কারও অজানা নয়।
advertisement
1/9

রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষেউঠে এসেছে বলিউড অভিনেতাসঞ্জয় দত্ত-এর নাম। শুধু অভিনয়েই নয় বরং ব্যক্তিগত রঙিন জীবনের জন্যও তিনি শিরোনামে থাকেন৷
advertisement
2/9
১৯৮০-র দশক থেকে বি-টাউনে কেরিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত৷ ১৩০ টিরও বেশি চলচ্চিত্র রয়েছে অভিনেতার ঝুলিতে৷ অভিনেতার ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর। বলিউডের গন্ডি পেরিয়ে তিনি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা করে নিয়েছেন৷ অভিনেতার বিতর্কে ভরা জীবন যেন চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয়৷
advertisement
3/9
কেরিয়ারের শুরু থেকেই একাধিক বিতর্ক নাম জড়িয়েছে সঞ্জয় দত্ত৷ প্রেম থেকে মাদকের নেশা-সবেতেই এগিয়ে ছিলেন সঞ্জয় দত্ত৷ ১৯৮১ সালে সুপারহিট ছবি রকি মুক্তির পর মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। একাধিক অভিনেত্রীরাও তার রূপে মুগ্ধ হয়েছিলেন।
advertisement
4/9
একাধিক নারীসঙ্গের জন্যই সর্বদাই লাইমলাইটে থাকেন সঞ্জয় দত্ত৷ বায়োপিক সঞ্জুর হাত ধরে সঞ্জয় দত্ত-এর রঙিন জীবনের কাহিনি আজ কারও অজানা নয়। সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তার জীবনে কম বেশী মিলিয়ে ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু এটা জানলে অবাক হবেন এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন৷
advertisement
5/9
শুনতে অবাক লাগলেও সঞ্জয় দত্ত-এর জীবনে যতজন নারীরা এসেছিলেন তাঁর মধ্যে রয়েছেন বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেত্রীরা। যারা এক সময় বি-টাউনে রাজত্ব করেছেন। এই তালিকায় প্রথমেই আছেন সঞ্জয় দত্ত-এর তথাকথিত প্রথম বলিউডের প্রেমিকা টিনা মুনিম। যাঁর চরিত্রে সঞ্জু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সোনম কাপুর-কে।
advertisement
6/9
বলিউডের এভারগ্রীন আইকন ধকধক গার্ল মাধুরী দীক্ষিতের সঙ্গে বেশ গভীর সম্পর্ক ছিল সঞ্জয় দত্ত-এর। তাঁদের প্রেম বিয়ে নিয়েও বেশ গুঞ্জন শোনা গিয়েছিল বি-টাউনে। 'সাজন' ছবির সময় তাঁরা এক অপরকে রীতিমতো ডেট করতেন। কিন্তু মুম্বই কাণ্ডে সঞ্জয়ের নাম জড়ানোতেই এই সম্পর্ক ভেঙ্গে দেন মাধুরী দীক্ষিত।
advertisement
7/9
সঞ্জয় দত্ত-এর সঙ্গে একসঙ্গে খুব একটা সময় না থাকলেও এই সুপার মডেল সঞ্জয় দত্তর প্রথম স্ত্রী ছিলেন । বেশ কিছুদিন ডেট করার পর বিয়ে করেন তাঁরা। সঞ্জয় দত্ত এবং রিচা শর্মার মেয়ে ত্রিশলা। দুর্ভাগ্যবশত, ক্যানসারে মৃত্যু হয় রিচা শর্মার। তারপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন। দেশ-বিদেশেও প্রায় বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছিল এই যুগল-কে। কিন্তু খুব বেশিদিন এই সম্পর্ক স্থায়ী হয়নি।
advertisement
8/9
বলিউড অভিনেত্রী রেখাকেও ডেট করার খবর শোনা গেছে৷ বয়সে বেশ কিছু বড় হলেও রেখার ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ ছিলেন সঞ্জয়। পাঁচ বছরের ছোট অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার বিয়ের গুজবে মাতোয়ারা হয়েছিল বলিউড। তবে কোনও সম্পর্কও টেকেনি অভিনেতার৷
advertisement
9/9
অবশেষে, সঞ্জয় বি-টাউন থেকে দূরে গিয়ে মান্যতার প্রেমে পড়েন এবং বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে এবং সুখী দাম্পত্যে রয়েছেন তাঁরা।