TRENDING:

Lok Sabha Elections 2024 Viral: হলুদ স্বচ্ছ শাড়িতে ঝড় তুলেছিলেন এই পোলিং অফিসার! এ বারে রীনা দ্বিবেদী কোন বুথের দায়িত্বে?

Last Updated:
Lok Sabha Elections 2024 Viral: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইভিএম হাতে হলুদ শাড়ি পরা এক মহিলা আধিকারিক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। সেই রীনা দ্বিবেদির এ বারের ডিউটি কোথায়?
advertisement
1/8
হলুদ স্বচ্ছ শাড়িতে ঝড় তুলেছিলেন এই পোলিং অফিসার! এবারে রীনা কোন বুথের দায়িত্বে?
*২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বুথ থেকে ইভিএম হাতে হলুদ শাড়ি পরা এক মহিলা আধিকারিক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। মুহূর্তে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। রাতারাতি নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান সরকারি আধিকারিক রিনা দ্বিবেদী। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় রিনা দ্বিবেদী মোহনলালগঞ্জের বুথের দায়িত্বে ছিলেন। এ বার ২০২৪-র লোকসভা নির্বাচনে রিনা দ্বিবেদী কোন নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবেন? তা জানতে মুখিয়ে অনেকেই। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় হলুদ শাড়ি পরা রিনা দ্বিবেদী, মহিলা পোলিং অফিসারের ছবি ছড়িয়ে পড়েছিল। এরপরই মানুষ তার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নেটিজেনদের কৌতুহলের সীমা নেই। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*রিনা দ্বিবেদী জানান, ছবি ভাইরাল হওয়ার পর তার জীবনে অনেকটাই পরিবর্তন এসেছে। এখন মানুষ দেখলেই সেলফি তুলতে চান। হলুদ শাড়ি পরা ম্যাডাম বলে ডাকেন। তিনি আরও জানান, ভারতীয় পোশাক হোক বা ওয়েস্টার্ন ড্রেস, যা তাঁর পছন্দ, তিনি তাই পরেন। মানুষ আমার নানা লুক দেখতে পছন্দ করেন। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*রীনা দ্বিবেদী জানান, ভাইরাল হওয়ার পর ভোজপুরি ছবির জন্য প্রচুর অফার পেয়েছেন তিনি। ছিল মডেলিংয়ের অফারও। কিন্তু তিনি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*লখনউয়ের গোমতী নগরে থাকেন রীনা দ্বিবেদী। তিনি পূর্ত দফতরের সিনিয়র সহকারী হিসেবে কর্মরত। তিনি এক পুত্রসন্তানের মা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁর সন্তান। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*এ বারে কোথায় নির্বাচনী ডিউটি পালক করবেন তিনি? প্রশ্নের উত্তরে বলেন, ২০ এপ্রিলের পর এ বছরের ডিউটির তালিকা আসবে। তারপরই জানা যাবে এ বার কোন বুথে ডিউটি পড়বে তাঁর। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*ইনস্টাগ্রামে রিনা দ্বিবেদীকে ফলো করেন বহু মানুষ। রিনা ট্রেড ফলো করে, ট্রেন্ড অনুযায়ী পোশাক পরেন, তাতেই সোশ্যাল মিডিয়ায় বারে বারে ভাইরাল হন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Elections 2024 Viral: হলুদ স্বচ্ছ শাড়িতে ঝড় তুলেছিলেন এই পোলিং অফিসার! এ বারে রীনা দ্বিবেদী কোন বুথের দায়িত্বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল