TRENDING:

Lok Sabha Elections Result 2024 Mahua Moitra vs Amrita Roy: ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই, তবু গণনাকেন্দ্রে চমকে দিলেন মহুয়া-'রানি মা'! দেখুন কী কাণ্ড

Last Updated:
Lok Sabha Elections Result 2024 Mahua Moitra vs Amrita Roy: হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন সৌজন্যের রাজনীতি, একই ফ্রেমে মহুয়া মৈত্র এবং অমৃতা রায়।
advertisement
1/6
ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই, গণনাকেন্দ্রে চমকে দিলেন মহুয়া-'রানি মা'! দেখুন কী কাণ্ড
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সৌজন্যের রাজনীতি। কৃষ্ণনগর লোকসভার গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী অমৃতা রায় একসঙ্গে ছবি তুললেন। চতুর্থ রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। বেশ অনেকটা ভোটে পিছিয়ে রয়েছেন অমৃতা রায়।
advertisement
2/6
আজ সকাল থেকেই লোকসভা নির্বাচনের ফলাফলের কারণে গোটা দেশজুড়ে রয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। বেশ কয়েক রাউন্ড ইতিমধ্যেই হয়ে গিয়েছে গণনা।
advertisement
3/6
এক একটি রাউন্ডে গণনা শেষে দেখা যাচ্ছে কখনও এগিয়ে শাসকদল কিংবা কখনও এগিয়ে বিরোধী দল। তবে তারই মাঝে উঠে এল এই সৌজন্যের ছবি।
advertisement
4/6
কৃষ্ণনগর লোকসভার নির্বাচনের গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় আসার পরেই দু'জনে মিলে সাংবাদিকদের সামনে তুলেন একসঙ্গে ছবি।
advertisement
5/6
সৌজন্যমূলক সাক্ষাৎকার করে, একে অপরকে শুভেচ্ছাবার্তা বিনিময় করলেন তাঁরা। আর তাতেই রাজনীতির সৌজন্যমূলক চিত্র ফুটে উঠল।
advertisement
6/6
এখন দেখার গণনার শেষে শেষ হাসি কার মুখে ফুটে ওঠে, কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র নাকি রাজমাতা অমৃতা রায়ের!
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Elections Result 2024 Mahua Moitra vs Amrita Roy: ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই, তবু গণনাকেন্দ্রে চমকে দিলেন মহুয়া-'রানি মা'! দেখুন কী কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল