Worlds Best School Prizes 2024: 'বিশ্বের সেরা স্কুলের পুরস্কার'-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Worlds Best School Prizes 2024: সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বজুড়ে স্কুলগুলিকে সম্মান জানাতে যুক্তরাজ্যে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে নাম রয়েছে ৫ ভারতীয় স্কুলের।
advertisement
1/7

ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ ২০২৪-এর তালিকায় জায়গা করে নিল ভারতের ৫টি স্কুল। এর মধ্যে মধ্য প্রদেশের ২টি এবং দিল্লি, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের একটি করে স্কুল রয়েছে। সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বজুড়ে স্কুলগুলিকে সম্মান জানাতে যুক্তরাজ্যে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
2/7
বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়কে ‘ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ’ দেওয়া হয়। পুরস্কার মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। গত সপ্তাহেই মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর স্কুলগুলিকে বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিযোগিতার আয়োজক যুক্তরাজ্যের টি৪ এডুকেশন।
advertisement
3/7
এই তালিকায় প্রথমেই রয়েছে মুম্বই পাবলিক স্কুলের এল কে ওয়াঘজি ইন্টারন্যাশনাল। টি৪ এডুকেশনের প্রতিষ্ঠাতা বিকাশ পোটা জানিয়েছেন, এই স্কুল দৃঢ় সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। উদ্ভাবন ক্ষেত্রেও এগিয়ে রয়েছে। তারা দেখিয়েছে, কোন কোন জিনিস জীবনে পার্থক্য গড়ে দিতে পারে।
advertisement
4/7
সিএম রাইজ মডেল এইচএসএস হল মধ্যপ্রদেশের ঝাবুয়ার সরকারি স্কুল। তফসিলি উপজাতির শিশুদের দারিদ্র্য থেকে বের করে আনতে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিকর খাবারের সংস্থান করেছে তারা। পড়ুয়াদের ‘স্বাস্থ্যকর জীবন’-এর দিশা দেখিয়ে ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এই স্কুল।
advertisement
5/7
জিএইচএসএস বিনোবা আম্বেদকর মধ্যপ্রদেশের রতলামের একটি স্কুল। কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়। জনশিক্ষায় উদ্ভাবনের আইকন হিসেবে পরিচিতি রয়েছে এই স্কুলের। মূলত আদিবাসী মেয়েদের শিক্ষাদানের জন্য এই স্কুল তৈরি করা হয়েছিল।
advertisement
6/7
দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলেও কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। জলের অভাব এবং দূষণ মোকাবেলায় হাইড্রোপনিক্স এবং বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্ভাবনী প্রকল্প তৈরি করেছে এই স্কুল। ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের ‘এনভায়রনমেন্টাল অ্যাকশন’ বিভাগের সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এই স্কুল।
advertisement
7/7
তামিলনাড়ুর মাদুরাইয়ের কালভি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে পড়ুয়াদের জীবন পাল্টে দিয়েছে। সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জীবনে মূল স্রোতে আসার সুযোগ করে দিয়েছে এই স্কুল। ‘কমিউনিটি কোলাবরেশন’ বিভাগে বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে কালভি ইন্টারন্যাশনাল।