TRENDING:

West Bengal Schools Reopen: কতদিন পর খুলেছে স্কুল, দেখা কত বন্ধুর! দেখুন শিক্ষাঙ্গনের চেনা চেহারা

Last Updated:
স্কুল চালুর ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিলবিদ্যালয় প্রতিষ্ঠানগুলিতে (West Bengal School Reopening)।
advertisement
1/7
কতদিন পর খুলেছে স্কুল, দেখা কত বন্ধুর! দেখুন শিক্ষাঙ্গনের চেনা চেহারা
রাজ্যে বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য যাবতীয় শিক্ষাঙ্গনের দরজা (West Bengal Schools Reopen)। ফের ক্লাসে পড়ুয়ারা (West Bengal Schools Reopen)। কলকাতার প্রত্যেকটি স্কুলে সকাল থেকেই দেখা যায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই খুলছে স্কুল (West Bengal Schools Reopen)। যাবতীয় কোভিডবিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে (Scool Reopens) ক্লাস পরিচালনা করতে কোনও কসুর করছে না স্কুল কর্তৃপক্ষরাও।
advertisement
2/7
বস্তুত স্কুল চালুর ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিলবিদ্যালয় প্রতিষ্ঠানগুলিতে (West Bengal School Reopening)। ক্লাসরুম স্যানিটাইজেশন থেকে ছাত্র ছাত্রী, শিক্ষক ও কর্মীদের মাস্ক ও অন্যান্য কোভিড প্রটোকল অনুসরণ নিয়ে নেওয়া হয়েছে চরম সতর্কতা।
advertisement
3/7
এদিন সকালেও স্কুলে স্কুলে গিয়ে দেখ গেল সেই ছবি। স্কুলে স্কুলে দেখা গেল শিক্ষার্থীদের (Scool Reopens) । সঙ্গে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সচেতনতাও ছিল চোখে পড়ার মতো।
advertisement
4/7
করোনার (Covid 19) ধাক্কায় কার্যত গত দু-বছর বেসামাল হয়ে পরে শিক্ষা ক্ষেত্র (West Bengal School Reopening)। গত ২০২০-র ১৬ মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। এরপর ২০২১-এর ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। কিন্তু ২০২১-র ২০ এপ্রিল থেকে ফের বন্ধ হয়ে যায় স্কুল।
advertisement
5/7
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা করেন তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর ২০২১-র ১৬ নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খোলে স্কুল (School Reopen)। কিন্তু আবার ২০২২-র ৩ জানুয়ারি থেকে ফের বন্ধ হয়ে যায় স্কুল।
advertisement
6/7
তবে সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই, পথে নেমে পড়েন পডুয়া-অভিভাবক থেকে শিক্ষক সকলেই। দাবি একটাই, স্কুল খোলা (School Reopen) হোক। গতমাসেই রাজ্যজুড়ে (West Bengal School Reopening) চলেছিল বিক্ষোভ-আন্দোলন। মামলা পর্যন্ত হয় হাইকোর্টে।
advertisement
7/7
ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও। দাবি আরও জোরালো হয়, পড়ুয়াদের মধ্যে অনেকের টিকাকরণ (Covid Vaccination) সম্পন্ন হয়ে যাওয়ায়। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৩ ফেব্রুয়ারি থেকে খুলবে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
West Bengal Schools Reopen: কতদিন পর খুলেছে স্কুল, দেখা কত বন্ধুর! দেখুন শিক্ষাঙ্গনের চেনা চেহারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল