TRENDING:

UPSC English Preparation: UPSC CSAT নিয়ে আর চিন্তা নেই, এই ট্রিকে ৫০ শতাংশ নম্বর একদম হাতের মুঠোয়!

Last Updated:
UPSC English Preparation: কোচিং বিশেষজ্ঞ এই বিষয়ে জানিয়েছেন যে, এটা খুব একটা কঠিন নয়। প্রস্তুতির সময়ে শুধু কিছু জিনিস বুঝতে হবে ও তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। টিপস ও ট্রিকস জানুন
advertisement
1/7
UPSC CSAT নিয়ে আর চিন্তা নেই, এই ট্রিকে ৫০ শতাংশ নম্বর একদম হাতের মুঠোয়!
যখন UPSC-এর কথা ওঠে, তখন প্রথমেই যেটা মাথায় আসে তা হল CSAT। কারণ যতক্ষণ না CSAT ক্লিয়ার করা যাবে, ততক্ষণ প্রিলিমস পাস করা যাবে না। CSAT-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইংলিশ কম্প্রিহেনসিভ। শুধুমাত্র এর থেকেই ১৫ থেকে ১৮টি প্রশ্ন আসতে পারে। এর মানে হল, কেউ যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়ে আসতে পারে তাহলে খুব সহজেই ৫০% নম্বর পাওয়া যেতে পারে।
advertisement
2/7
CSAT-এর যোগ্যতা অর্জনে ইংলিশ কমপ্রিহেনসিভ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে কেউ এই ক্ষেত্রে খুব সহজেই যোগ্যতা অর্জন করতে পারে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কোচিং বিশেষজ্ঞ এই বিষয়ে জানিয়েছেন যে, এটা খুব একটা কঠিন নয়। প্রস্তুতির সময়ে শুধু কিছু জিনিস বুঝতে হবে ও তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।
advertisement
3/7
এই টিপস অনুসরণ করতে হবে -- প্রথমত, কেউ যদি বিস্তৃত পাঠে আগ্রহী না হয় বা ইংরেজি খুব দুর্বল হয়, তাহলে একটি কাজ করতে হবে। ঘুম থেকে উঠে নিজের প্রিয় উপন্যাসটি প্রতিদিন ১০ পাতা পড়তে হবে। তারপর ধীরে ধীরে একটি বা দুটি উপন্যাস পড়তে হবে। এটি পড়ার অভ্যাস বাড়াতে শুরু করবে।
advertisement
4/7
- ইংরেজি খবরের কাগজ পড়তে হবে, সেখান থেকে যে শব্দটি বুঝতে পারা যাবে না, সেটি অর্থ সহ একটি আলাদা খাতায় লিখতে হবে। প্রতিদিন এটি করলে নতুন শব্দের মানে জানা যাবে। এমন পরিস্থিতিতে, নিজেদের শব্দভাণ্ডার শক্তিশালী হতে শুরু করবে। - কেউ যদি অন্তত এক মাস ধরে এক ঘণ্টার জন্যেও ইংরেজি খবরের কাগজ পড়েন, তাহলে ইংরেজির ভিত খুব মজবুত হয়ে যাবে। এর পরে, প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘণ্টা পড়তে হবে। নিয়ম করে এটি করে যেতে হবে।
advertisement
5/7
- এর পরে, যা বুঝতে পারা যাচ্ছে, তা নিজের ভাষায় লিখতে চেষ্টা করতে হবে। হাজার ভুল হলেও এটা করে যেতে হবে। কারণ ভুল না হলে শেখা যাবে না। এরপর দেখা যাবে লিখতে লিখতে এমন একটা সময় আসবে, যখন দারুণ সারসংক্ষেপ লিখতে পারা যাবে।
advertisement
6/7
- কেউ যদি এটি নিয়মিত ৬০ দিনের জন্য করে তাহলে অসাধারণ ফলাফল দেখতে পাওয়া যাবে। এরপর দেখতে পাওয়া যাবে যে, সবচেয়ে বড় অংশ পড়ার পরেই, সহজেই এর সারাংশ মাথায় চলে আসবে এবং এর পয়েন্টগুলোও সহজেই বুঝতে পারা যাবে। এমন করলে যে কোনও প্রশ্ন খুব ভাল ভাবে বুঝতে পারা যাবে।
advertisement
7/7
- সবশেষে আসে মক পেপার প্র্যাকটিসের কথা। UPSC-এর বিগত ১০ বছরের প্রশ্নপত্র বাছাই করে নিতে হবে এবং তারপর একটি টাইমার সেট করে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রতি প্রশ্নে তিন থেকে চার মিনিটের বেশি লাগলে চলবে না। এরপর ১০টি স্যাম্পল পেপারও সমাধান করতে হবে। এমন করলেই যে কেউ যোগ্যতা অর্জন করতে পারবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
UPSC English Preparation: UPSC CSAT নিয়ে আর চিন্তা নেই, এই ট্রিকে ৫০ শতাংশ নম্বর একদম হাতের মুঠোয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল