TRENDING:

School Holidays September 2024 List: সেপ্টেম্বরে 'এতগুলো' ছুটি...! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:
School Holidays September 2024 List: ২০২৪ সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে। যদিও রাজ্য বিশেষে এই তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
advertisement
1/13
সেপ্টেম্বরে 'এতগুলো' ছুটি! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন সম্পূর্ণ তালিকা
ভারতে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর তারই সঙ্গে স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে আসছে সেপ্টেম্বর মাস। অগাস্টে ছুটির বিরাম ছিল না প্রায়। একটা ছুটি নিয়েই পাওয়া গিয়েছিল লম্বা সপ্তাহান্ত। এবার সেপ্টেম্বরেও রয়েছে দারুণ মজার ছুটির খবর।
advertisement
2/13
ছুটির নির্ধারিত তালিকা বলছে, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরেও স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি উপরি ছুটিও থাকবে। কারণ শুরু হয়ে গিয়েছে উৎসব উৎসব আবহ। আর এই মাসেও গতমাসের মতোই রয়েছে বিশেষ উৎসব।
advertisement
3/13
পড়ুয়ারা স্কুল বা কলেজে যেতে ভালবাসলেও সবাই অধীর আগ্রহে একইসঙ্গে অপেক্ষা করে থাকে ছুটির জন্য। আর পড়ুয়াদের ছুটি হলে তা বাবা-মায়েদের জন্যও খুবই জরুরি। কারণ তাঁরা এই ছুটিগুলিতে প্ল্যান করে ফেলতে পারেন বেড়াতে যাওয়ার।
advertisement
4/13
তাই মাস পড়তে না পড়তেই দেখা শুরু হয়ে যায় ছুটির লিস্ট। সেপ্টেম্বর মাসের কথা বললে এই মাসে ৫ রবিবার-সহ মোট সাতটি ছুটি থাকবে। যার মধ্যে আছে গণেশ চতুর্থীর মতো উৎসব যা প্রায় গোটা দেশেই ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে।
advertisement
5/13
সেপ্টেম্বর মাসের ছুটিতে আরও একটি আকর্ষণ হতে চলেছে লং উইকেন্ড। সেপ্টেম্বর মাসে, 3য় রবিবার ছুটি থাকবে। আবার ছুটি থাকবে তার পরের দিন সোমবারও। অতএব চাইলে একটা ছোট্ট বেড়ানোর পরিকল্পনা করে নিতেই পারেন অনেকে।
advertisement
6/13
মাস শুরু হতে আর দু'দিন বাকি। তাই আপনি কি আসন্ন সেপ্টেম্বর মাসের স্কুলের ছুটির লিস্ট খুঁজছেন? দেশে এই মাসে গণেশ চতুর্থী এবং ওনামের মতো উৎসব পালিত হয়ে থাকে তাই আগামী ছুটির হিসেবে কষছেন পড়ুয়ারাও।
advertisement
7/13
এবার চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর ২০২৪-এর স্কুল ছুটির তালিকা জুড়ে কী কী সুখবর আছে। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা সম্ভবত রাজ্য ব্যতিরেকে পরিবর্তিত হবে।
advertisement
8/13
সেপ্টেম্বর ২০২৪-এর জন্য দেশের স্কুলগুলির ছুটির তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এই তালিকা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা স্কুল ক্যালেন্ডারে দেওয়া হয়েছে।
advertisement
9/13
তবে এগুলি ছাড়াও কিছু স্থানীয় ছুটি বা এলাকাভিত্তিক ছুটি থাকে যা নির্দিষ্ট স্কুলের ডাইরিতে নথিবদ্ধ থাকে। স্কুল বিশেষেও ছুটির তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে।
advertisement
10/13
স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে প্রত্যাশা করে থাকে, কিন্তু এর বাইরেও সারা বছর ধরে অনেকগুলি ছুটি পালন করা হয় দেশে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয়।
advertisement
11/13
তবে এগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে। যদিও রাজ্য বিশেষে এই তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
advertisement
12/13
দিন এবং তারিখ নামশনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ গণেশ চতুর্থী বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ প্রথম ওনাম রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ থিরুভোনাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইদে মিলাদ
advertisement
13/13
উপরক্ত ছুটির তালিকার কয়েকটি ছুটি দেশভর পালিত হয় না। আবার এগুলি ছাড়াও স্থানীয় কিছু ছুটি যুক্ত হতে পারে স্থান বিশেষে ও স্কুল বিশেষে। তাই ছুটির চূড়ান্ত তালিকাটি দেখতে অবশ্যই আপনাকে ছাত্র ছাত্রীদের স্কুল ডাইরির ছুটির তালিকা মিলিয়ে নিতে হবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
School Holidays September 2024 List: সেপ্টেম্বরে 'এতগুলো' ছুটি...! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল