TRENDING:

School Holiday October List 2024: অক্টোবর মাসে এত এত দিন ছুটি...! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ? দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা

Last Updated:
School Holiday October List 2024:উৎসবের পাশাপাশি ছুটির দিন সেপ্টেম্বরেও কিছু কম ছিল না। কিন্তু ছুটির নিরিখে চলতি মাসকে টেক্কা দিতে চলেছে আগামী মাস। অর্থাৎ ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটিও কাটতে চলেছে অনেক বিশেষ বিশেষ দিন নিয়ে ভরপুর মজাদার ছুটির মেজাজে।
advertisement
1/15
অক্টোবর মাসে এত এত দিন ছুটি...! কবে কবে বন্ধ থাকবে স্কুল? দেখুন সম্পূর্ণ তালিকা
অক্টোবর ২০২৪ স্কুল ছুটির তালিকা: অক্টোবর এককথায় উৎসবের মাস। তবে আপনি যদি অক্টোবর মাসে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে বাচ্চাদের স্কুল কলেজ থেকে সরকারি যাবতীয় প্রতিষ্ঠানে ছুটির সম্পূর্ণ তালিকা মাস শুরুর আগেই জেনে নেওয়া জরুরি। আসুন জেনে নিই অক্টোবরে ঠিক কবে কবে স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকবে?
advertisement
2/15
অক্টোবর 2024-এ সরকারি ছুটি: সেপ্টেম্বর মাস থেকেই যেন ছুটি ছুটি মরশুম স্কুলগুলিতে। হাফ ইয়ার্লি পরীক্ষা শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বড় ছুটির দিন গোনার পালা। কারণ অক্টোবর হল সেই মাস, যে মাসে শুরু থেকেই উৎসব আর ছুটির সুখবর। পড়ুয়ারা তাই মুখিয়ে থাকে এই মাসটির অপেক্ষায়।
advertisement
3/15
উৎসবের পাশাপাশি ছুটির দিন সেপ্টেম্বরেও কিছু কম ছিল না। কিন্তু ছুটির নিরিখে চলতি মাসকে টেক্কা দিতে চলেছে আগামী মাস। অর্থাৎ ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটিও কাটতে চলেছে অনেক বিশেষ বিশেষ দিন নিয়ে ভরপুর মজাদার ছুটির মেজাজে।
advertisement
4/15
মহাত্মা গান্ধির জন্মদিন থেকে শুরু করে শারদীয় নবরাত্রি, দশমী বা দশেরা, করভা চৌথ থেকে দীপাবলির মতো বিশেষ একাধিক দিন থাকবে অক্টোবরে এবং এই উপলক্ষে থাকছে সরকারি ছুটিও। আসুন আমরা অক্টোবর মাসে গেজেটেড ছুটির এবং সরকারি ছুটির মূল তালিকা দেখে নিই।
advertisement
5/15
অক্টোবরে কোন কোন দিন ছুটি থাকবে?আগামী ২ অক্টোবর সোমবার সরকারি ছুটি থাকবে। এই দিনটি মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী পালিত হয় দেশ জুড়ে। অর্থাৎ গান্ধি জয়ন্তীর দিনে এদিন সারা দেশে স্কুল, কলেজ, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
6/15
বৃহস্পতিবার, ৩ অক্টোবর মহারাজা অগ্রসেন জয়ন্তী এবং শারদীয়া নবরাত্রির প্রথম দিন, যে কারণে সারা দেশে স্কুল, কলেজ, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ থাকবে এদিন।
advertisement
7/15
এখানেই শেষ নয়। এছাড়া পাবলিক হলিডে হিসেবে ৬ অক্টোবর রবিবার সরকারি ছুটির দিন এবং সেই কারণে স্বাভাবিক ভাবেই বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বন্ধ থাকবে সরকারি অফিসও।
advertisement
8/15
১০ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপুজোর মহা সপ্তমী। এই উপলক্ষে দেশের অনেক রাজ্যে সরকারি ছুটি রয়েছে। ছুটি থাকবে এই রাজ্যেও সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
advertisement
9/15
মহানবমী উপলক্ষে ১১ অক্টোবর শুক্রবার সারা দেশেই ছুটি থাকবে। বন্ধ থাকবে সব স্কুল-কলেজ ও সরকারি দফতর।
advertisement
10/15
১২ অক্টোবর শনিবার, দশেরার কারণে সমস্ত স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটি থাকবে।
advertisement
11/15
১৩ অক্টোবর রবিবার সাপ্তাহিক পাবলিক হলিডে বা সাধারণ সাপ্তাহিক ছুটি থাকায় সারা দেশে সরকারি ছুটি থাকবে।
advertisement
12/15
কাটি বিহু এবং বাল্মীকি জয়ন্তী উপলক্ষে ১৭ অক্টোবর বৃহস্পতিবার দেশের অনেক রাজ্যে ছুটি থাকবে।
advertisement
13/15
২০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর তাই বন্ধ যাবতীয় স্কুল-অফিস-কাছারি।
advertisement
14/15
মঙ্গলবার, ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে থাকছে ঐচ্ছিক ছুটি। বুধবার, ৩০ অক্টোবরও দিওয়ালির অধীনে রয়েছে আরও একটি ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ৩১ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে।
advertisement
15/15
তবে এই ছুটির তালিকার বাইরেও কিছু কিছু ছুটি দেওয়া হয় রাজ্য, এলাকা ও স্কুল বিশেষে। তাই ছুটির সম্পূর্ণ তালিকা বুঝতে নির্দিষ্ট স্কুলের ছুটির তালিকা মিলিয়ে নেওয়াও জরুরি।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
School Holiday October List 2024: অক্টোবর মাসে এত এত দিন ছুটি...! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ? দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল