TRENDING:

জেলার এই ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বাক্সবন্দি ল্যাবরেটরি! দামি দামি সরঞ্জাম যেখানে খুশি নিয়ে যাওয়া যায় এই ভাবেই! জানতেন?

Last Updated:
চাকা লাগানো ল্যাব, ভিতরেই রয়েছে দামি দামি সরঞ্জাম। যেখানে ইচ্ছা নিয়ে যান এই গবেষণাগার।
advertisement
1/6
জেলার এই ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বাক্সবন্দি ল্যাব! চাকাও আছে তার, দেখলে চমকে যাবেন!
বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং মুম্বাই আইআইটি-র যোগ সূত্রে ঘটেছে অভাবনীয় ঘটনা।
advertisement
2/6
মুম্বাই আইআইটি-এর বিশেষ প্রোগ্রাম ‘ই ইয়ান্ত্রা’ (E yantra) যার মাধ্যমে তৈরি হচ্ছে এই বাক্স বন্দি পোর্টেবল ল্যাবগুলি।
advertisement
3/6
এই ‘ল্যাব ইন এ বক্স’ ব্যবহার করছে উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। ভিতরে রয়েছে রোবটের মস্তিষ্ক মাইক্রো প্রসেসর, এছাড়াও মাইক্রোকন্ট্রোলার, মোটর, গিয়ার, রোবোটিক আর্ম এবং বহু যন্ত্রাংশ।
advertisement
4/6
বাক্সটির মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এটি ব্যাবহার করে ছাত্র ছাত্রীদের রোবোটিক্স ট্রেনিং হবে।
advertisement
5/6
কলেজের অধ্যক্ষ ডঃ কৃষ্ণেন্দু অধ্বর্যু বলেন যে এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ছাড়াও পরবর্তীকালে বাঁকুড়ার অন্যান্য স্কুলে চলবে বিশেষ পাঠ।
advertisement
6/6
চাকা লাগানো ল্যাব, ভিতরেই রয়েছে দামি দামি সরঞ্জাম। যেখানে ইচ্ছা নিয়ে যান এই গবেষণাগার।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
জেলার এই ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বাক্সবন্দি ল্যাবরেটরি! দামি দামি সরঞ্জাম যেখানে খুশি নিয়ে যাওয়া যায় এই ভাবেই! জানতেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল