TRENDING:

Dhoni Daughter School Fees: কোন স্কুলে পড়ে ধোনির মেয়ে...কত টাকা লাগে? সারা বছর খেটেও এত টাকা রোজগার করে না অনেকে

Last Updated:
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর মেয়ে জিভার জন্ম। দেখতে দেখতেই ১০ বছরে পা দিয়ে ফেলেছে সে৷
advertisement
1/7
কোন স্কুলে পড়ে ধোনির মেয়ে...কত টাকা লাগে? সারা বছর খেটেও এত টাকা রোজগার করে না অনেকে
মহেন্দ্র সিং ধোনি৷ সির্ফ নামই কাফি হ্যায়! জাতীয় দল থেকে ছুটি নিলেও আইপিএল-এর বাইশ গজে এখনও ধন্ধুমার ধোনি৷ শুধুমাত্র তাঁর নামেই ভিড় বাড়ে মাঠে৷ টিভি স্ক্রিনের সামনে সোফা আঁকড়ে বসে থাকে কত শত ক্রিকেট প্রেমী৷
advertisement
2/7
ধোনির ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর ফ্যানেদের কৌতুহলের শেষ নেই৷ প্রেম জীবনের খুঁটিনাটি তো আগেই জানা হয়ে গেছে৷ সৌজন্যে ধোনির বায়োগ্রাফিক মুভি ‘M.S. Dhoni: The Untold Story’৷ কিন্তু, তাঁর ছোট্ট রাজকন্যে জিভাকে নিয়ে প্রায় কিছুই জানেন না ফ্যানেরা৷
advertisement
3/7
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর মেয়ে জিভার জন্ম। দেখতে দেখতেই ১০ বছরে পা দিয়ে ফেলেছে সে৷ বাবার খেলা দেখতে মায়েরা সাথে দেশবিদেশে ঘুরে বেরালেও জিভার স্কুল কিন্তু একেবারে ঘরের কাছেই৷ জিভা পড়াশোনা করে রাঁচির অন্যতম সেরা স্কুল টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলে। এখন জিভার ক্লাস ফাইভ৷ কিন্তু জানেন কি, সেখানকার খরচ কত?
advertisement
4/7
প্রায় ৬৫ একর জায়গা জুড়ে সবুজ গাছে ঘেরা টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলের ক্যাম্পাস৷ কী না শেখানো হয় সেখানে...নাচ, গান, আঁকা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো, এমনকি চাষবাসও৷ এছাড়া, হর্স রাইডিং, সুইমিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস— সব খেলার সুযোগ রয়েছে জিভার স্কুলে।প্রায় ৬৫ একর জায়গা জুড়ে সবুজ গাছে ঘেরা টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলের ক্যাম্পাস৷ কী না শেখানো হয় সেখানে...নাচ, গান, আঁকা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো, এমনকি চাষবাসও৷ এছাড়া, হর্স রাইডিং, সুইমিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস— সব খেলার সুযোগ রয়েছে জিভার স্কুলে।
advertisement
5/7
স্কুলের ওয়েবসাইটের ফি স্ট্রাকচার অনুযায়ী, ওই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত বাৎসরিক বেতন ৪ লক্ষ ৭০ হাজার টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই বেতন হয় ৫ লক্ষ ১০ হাজার টাকা।
advertisement
6/7
অন্যদিকে, রোহিত শর্মার মেয়ে সামাইরার জন্ম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছোট্ট সামাইরা মুম্বইয়ের ধীরুবাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে পড়াশোনা করে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনুযায়ী ওই স্কুলে কিন্ডারগার্টেনের জন্য ১৪ লক্ষ টাকা বেতন এবং ক্লাস টুয়েলভ অবধি বেতন ২০ লক্ষ টাকা। প্রায় ৬ বছরের কাছাকাছি রোহিতের মেয়ের বয়স।
advertisement
7/7
কোহলি ও অনুষ্কা শর্মার বড় মেয়ে ভামিকা কোহলির জন্ম ২০২১ সালের ১১ জানুয়ারি। খুদে ভামিকার বয়স ৪। এখনও অবধি পরিষ্কার জানা যায়নি ভামিকা কোন স্কুলে পড়ে। তবে সূত্রের খবর, বেশিরভাগ স্টারকিডদের মতো ভামিকাও হয়তো ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Dhoni Daughter School Fees: কোন স্কুলে পড়ে ধোনির মেয়ে...কত টাকা লাগে? সারা বছর খেটেও এত টাকা রোজগার করে না অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল