TRENDING:

Jobs in Post Office: হাজার হাজার শূন্যপদ! মাত্র দশম শ্রেণি পাশ থাকলেই কেন্দ্রীয় সরকারি চাকরি অপেক্ষা করছে

Last Updated:
Post Office Recruitment 2021: ভাল বেতনে, সম্মানের চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরির বড় সুযোগ
advertisement
1/10
হাজার হাজার শূন্যপদ! মাত্র দশম শ্রেণি পাশ থাকলেই কেন্দ্রীয় সরকারি চাকরি
পোস্ট অফিসে (Post Office Recruitment 2021) কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ৷ গ্রামীণ ডাক সেবক পদে ব্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ডাক বিভাগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
ক্লাস টেন পাশ করলেই আবেদন করতে পারবেন আগ্রহী আবেদকরা ৷ গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে গত ২৩ অগাস্ট ২০২১, চলবে ২২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
বিস্তারিত বিবরণের জন্য appost.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
গ্রামীণ ডাক সেবকের অন্তর্গত অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
এই বিপুল সংখ্যক শূন্যপদে উত্তরপ্রদেশের (UP Postal Circle GDS Recruitment 2021) জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে দশম মান পাশ থাকতে হবে মেধা তালিকা অনুযায়ী চাকরির ডাক পাবেন আবেদনকারীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
দশম শ্রেণির বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তিনি কোনও বাড়তি সুবিধা পাবেন না ৷ যদি পরীক্ষায় প্রাপ্ত নম্বর একই থাকে সেক্ষেত্রে যাঁর বয়স বেশি তাঁকেই বেশি গুরুত্ব দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
যদি আবেদকের পরীক্ষার প্রাপ্ত নম্বর, বয়স এক থাকে সেক্ষেত্রে সাইকেল চালানোর দক্ষতার দিকে নজর দিতে হবে ৷ আর যদি আবেদকের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বয়স সাইকেল চালানোর দক্ষতা এক থাকে সেক্ষেত্রে কম্পিউটার টেস্টের দিকে জোর দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
জেনারেল (General) কোটায় মোট শূন্যপদ-1988, ইডব্লিউএসে EWS-299 ওবিসি (OBC)-1093, পিডব্লিডি এ PWD A - 16, পিডব্লিডি বি (PWD B) - 20, পিডব্লিডি সি (PWD C)-17, এসসি (SC)-797, এসটি (ST)-34, শূন্যপদে নিয়োগের বিবৃতি দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
উত্তরপ্রদেশে ডাক বিভাগে যে কর্মী নিয়োগের বিবৃতি দিয়েছে সেখানে বেতন বিপিএম ১২,০০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা ৷ এবিপিএম বা ডাক সেবক পদে বেতন ১০ হাজার টাকা থেকে ১২,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
আবেদকের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Jobs in Post Office: হাজার হাজার শূন্যপদ! মাত্র দশম শ্রেণি পাশ থাকলেই কেন্দ্রীয় সরকারি চাকরি অপেক্ষা করছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল