TRENDING:

Government Holiday: মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা

Last Updated:
Government Holiday: সরকারি কর্মচারীদের জন‍্য মার্চ মাসের ছুটি-ই-ছুটি। ২০২৫ সালের মার্চ মাসটি পড়ুয়াদের জন্য হতে চলেছে উৎসবমুখর। জানুয়ারি-ফেব্রুয়ারির পর মার্চ মাসেও আপনি প্ল্যান করে নিতে পারেন বেড়ানোর ছোট্ট ছোট্ট ট্রিপ।
advertisement
1/6
মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
সরকারি কর্মচারীদের জন‍্য মার্চ মাসের ছুটি-ই-ছুটি। ২০২৫ সালের মার্চ মাসটি পড়ুয়াদের জন্য হতে চলেছে উৎসবমুখর। জানুয়ারি-ফেব্রুয়ারির পর মার্চ মাসেও আপনি প্ল্যান করে নিতে পারেন বেড়ানোর ছোট্ট ছোট্ট ট্রিপ।
advertisement
2/6
কারণ এই মার্চ মাসেও বেশ কয়েকটি ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে একাধিক দিন। যদিও এই দিনগুলি রাজ্য এবং অঞ্চল অনুসারে পরিবর্তিত হবে।
advertisement
3/6
২০২৫ সালের মার্চ মাসের প্রথম ছুটির দিন ছিল ১৪ মার্চ। ১৪ মার্চ ছিল দোল। ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ‍্য ছুটি। তারপর ৩১ মার্চ ইদ-উল-ফিতরের ছুটি। এবং ১ এপ্রিল ইদ-উল-ফিতরের পরের দিনের ছুটি।
advertisement
4/6
২৭ তারিখ বৃহস্পতিবার পড়েছে, ২৮ তারিখ শুক্রবার যদি একটি ছুটি নিয়ে নেওয়া যায়। তাহলে টানা ছুটি পাওয়া যাবে ৬ দিন।
advertisement
5/6
কারণ ২৯, ৩০ শনিবার, রবিবার। এবং ৩১-১ সোম-মঙ্গল ইদ-উল-ফিতরের ছুটি। তাই এই ৬ দিন টানা ছুটিতে পরিবার বা বন্ধুবন্ধব নিয়ে ঘুরে আসতে পারেন।
advertisement
6/6
সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস, স্কুল, কলেজ কাছারি বন্ধ থাকবে এ দিন।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Government Holiday: মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল