TRENDING:

CBSE: উপস্থিতির হার বেঁধে দিল সিবিএসই, শতাংশ এক চুল এদিক-ওদিক হলেই পরীক্ষায় বসা যাবে না! বড় খবর জানুন

Last Updated:
CBSE: সিবিএসই দশম ও দ্বাদশ-- দুই ক্লাসের বোর্ডের পরীক্ষাতেই এবার থেকে পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে। বোর্ডের ঠিক করা শতাংশ না থাকলে পরীক্ষায় বসা যাবে না।
advertisement
1/6
উপস্থিতির হার বেঁধে দিল CBSE, শতাংশ এক চুল এদিক-ওদিক হলেই পরীক্ষায় বসা যাবে না! বড় খবর
সিবিএসই বোর্ডের তরফে বড় ঘোষণা করা হল। পরীক্ষায় বসার জন্য এবার থেকে নির্দিষ্ট শতাংশ উপস্থিতির হার বাধ্যতামূলক।
advertisement
2/6
সিবিএসই দশম ও দ্বাদশ-- দুই ক্লাসের বোর্ডের পরীক্ষাতেই এবার থেকে পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে। বোর্ডের ঠিক করা শতাংশ না থাকলে পরীক্ষায় বসা যাবে না।
advertisement
3/6
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতির হার হতে হবে। তবেই বসা যাবে বোর্ডের পরীক্ষায়।
advertisement
4/6
সরকারি বিজ্ঞপ্তি জারি করে বুধবারই এই নিয়ম ঘোষণা করেছে সিবিএসই বোর্ড।
advertisement
5/6
এরই সঙ্গে জানানো হয়েছে, ছুটি নিতে হলে লিখিত ভাবে তার আবেদন করতে হবে। নয়তো সেই ছুটি গ্রহণ করা হবে না।
advertisement
6/6
ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতির হার থাকলে ভুয়ো পড়ুয়াও ধরা যাবে এবং কোনও রকম অনৈতিক কাজ এড়ানো যাবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
CBSE: উপস্থিতির হার বেঁধে দিল সিবিএসই, শতাংশ এক চুল এদিক-ওদিক হলেই পরীক্ষায় বসা যাবে না! বড় খবর জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল