TRENDING:

এত অমিল রয়েছে দীপিকা-রণবীরের মধ্যে! জানতেন?

Last Updated:
advertisement
1/7
এত অমিল রয়েছে দীপিকা-রণবীরের মধ্যে! জানতেন?
• মনের মিল হয়েছে তাঁদের ৷ সে কারণেই সাত পাকে বাধা পড়েছেন ৷ ৬ বছরের প্রেম পূর্ণতা পেয়েছে বাস্তবের মাটিতে ৷ কিন্তু তাঁদের মধ্যে অমিলও অনেক ৷ অবশ্য ব্যক্তি জীবনের পার্থক্যের কথা হচ্ছে না ৷ কথা হচ্ছে, দীপ-বীরের বিজ্ঞাপন দুনিয়া নিয়ে ৷ আর এতেই দু’জনের পার্থক্য চোখে পড়ার মতো ৷ বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু দীপ-বীর একে অপরের প্রতিদ্বন্দ্বী ৷
advertisement
2/7
• ব্যাঙ্ক: এ বছরই কোটাক মাহিন্দ্রার ব্রান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রণবীর ৷ আর দীপিকা অ্যাক্সিস ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রয়েছেন ২০১৪ সালে ৷
advertisement
3/7
• শ্যাম্পু: শ্যাম্পুর বিজ্ঞাপনেও দু’জন একেবারে ভিন্ন মেরুর ৷ দীপিকা বেছে নিয়েছেন লরিয়েল প্যারিস ৷ আর রণবীরের পছন্দ হেড অ্যান্ড শোল্ডার ৷
advertisement
4/7
• মোবাইল: ২০১৭ থেকে ওপ্পো-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা ৷ অন্যদিকে ভিভোর বিজ্ঞাপনে দেখা যায় রণবীরের মুখ ৷
advertisement
5/7
• ট্র্যাভেল: ট্র্যাভেল সংস্থার হয়ে মুখ দেখাচ্ছেন দুই তারকাই ৷ দীপিকা গোআইবিবো-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর, রণবীর অবশ্য মেক মাই ট্রিপ-এর ৷
advertisement
6/7
• রং: ২০১৪ সাল থেকে এশিয়ান পেইন্টস-এর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দীপিকাকে ৷ অন্যদিকে নেরোল্যাকের বিজ্ঞাপন করেন রণবীর ৷
advertisement
7/7
• স্পোর্টস ওয়্যার: এদিক থেকেও আলাদা স্বামী-স্ত্রী ৷ ২০১৫ সাল থেকে নাইকি-র বিজ্ঞাপন করেন দীপিকা ৷ রণবীর আবার অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
এত অমিল রয়েছে দীপিকা-রণবীরের মধ্যে! জানতেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল