Rape of Model: বাগদত্তাকে ফাঁকা বাড়িতে ডেকে তিনবার ধর্ষণ, প্রেগন্যান্সি, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rape of Model: শহরের উঠতি এক মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল হবু স্বামীর বিরুদ্ধে। একইদিনে তিন তিনবার ধর্ষণের অভিযোগ।
advertisement
1/5

#কলকাতা: বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পরেও শহরের উঠতি এক মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করার অভিযোগ উঠল হবু স্বামীর বিরুদ্ধে। একইদিনে তিন তিনবার ধর্ষণের অভিযোগ। Photo- Reppresentative
advertisement
2/5
ঘটনার জেরে বিয়ের আগেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে ঘটনায় মারধর ও জোর করে ঘরে আটকে রাখা ও খুনের হুমকি। ভয় দেখিয়ে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ। Photo- Reppresentative
advertisement
3/5
অভিযুক্ত সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দার। তিনি কলকাতা শহরের একটি নামী নাইট ক্লাবের বার ম্যানেজার। ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। Photo- Reppresentative
advertisement
4/5
নির্যাতিতার অভিযোগ সোশাল মিডিযার মাধ্যমে দেড় বছর আগে তাদের আলাপ হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার একসঙ্গে বসে আগামী ২৯শে নভেম্বর তাদের বিয়ের ডেটও ঠিক করে। Photo- Reppresentative
advertisement
5/5
তার আগেই বাবা ও মায়ের সাথে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নাম করে ফাঁকা বাড়িতে ডেকে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। Photo- Reppresentative