TRENDING:

রাতের অন্ধকারে বাড়ির বাইরে বের হওয়া কতটা নিরাপদ, নাট্যকর্মীর শ্লীলতাহানির ঘটনার পর সামনে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
অনেক মহিলার স্বামী বাইরে কাজ করেন। ফলে সংসারের সব কাজের প্রয়োজনে রাতবিরেতে বাইরে আসতে হয়।
advertisement
1/4
অন্ধকারে বাড়ির বাইরে বার হওয়া কতটা নিরাপদ,নাট্যকর্মীর শ্লীলতাহানির ঘটনার পর...
সুদীপ্তা-সুপর্ণা-পায়েল-দেবী নাম আলাদা, বয়সও আলাদা৷ কিন্তু মিল একটাই এঁরা সকলেই অশোকনগরের বাসিন্দা৷ অশোকনগরের রাজপথে সন্ধ্যা নামতেই মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। বিশেষত রবিবার রাতে নাট্য কর্মীর শ্লীলতাহানি র ঘটনা সামনে আসার পর।Photo- Videograb
advertisement
2/4
তার উপর দুর্গোৎসব দোরগোড়ায়। সন্ধ্যা নামতেই বাড়ির মহিলারা বেরোতে ভয় পাচ্ছেন। বিশ্বকবি রোড, চৌরঙ্গী মোড়, গোলবাজার, এই সময় থাকে পুজোর কেনাকাটায় ভিড়। সোমবার দেখা গেল গোটা কয়েক জন রাস্তায় বেরোতে।Photo- Videograb
advertisement
3/4
তাদের জিজ্ঞাসা করাতে তাঁরা বলেন যে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইদানিং কিছু অন্য ধরনের ছেলেদের আনাগোনা বেড়েছে গোল বাজারে এলাকায়। রবিবার রাতে নাট্য কর্মীর শ্লীলতাহানির ঘটনার পর ভয়ে আছেন অশোকনগর এলাকার মহিলা।Photo- Videograb
advertisement
4/4
আরও বেশী পুলিশের টহলদারি চাইছেন তাঁরা। অনেক মহিলার স্বামী বাইরে কাজ করেন। ফলে সংসারের সব কাজের প্রয়োজনে রাতবিরেতে বাইরে আসতে হয়।তাদের দাবি আরও বেশি পুলিশের নজরদারি। তবে অনেকই আবার রবিবারে ঘটনা কে বিচ্ছিন্ন ঘটনা মনে করে অশোকনগর শহরকে যথেষ্ট সেফ শহর বলে মনে করেন। Photo- Videograb - Input- RAJARSHI Roy
বাংলা খবর/ছবি/ক্রাইম/
রাতের অন্ধকারে বাড়ির বাইরে বের হওয়া কতটা নিরাপদ, নাট্যকর্মীর শ্লীলতাহানির ঘটনার পর সামনে চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল