মিশছে প্রস্রাব, পচা আলু, বাথরুমে রাখা তেল দিয়ে ভাজছে সাধের ফুচকা
Last Updated:
চূড়ান্ত অব্যবস্থা, চরম অস্বাস্থ্যকর পরিস্থিতি
advertisement
1/5

আহমেদাবাদের পূর্ব ও পশ্চিম প্রান্তে এমন ঘটনা ঘটেছে ৷ বাথরুমে রাখা তেল দিয়েই ভাজা হচ্ছে ফুচকা ৷ মাটিতে পড়ে থাকা তেল মাটি থেকে মুছেই ব্যবহৃত হচ্ছে ৷ সারা দেশে এখন বর্ষাকাল ৷ বর্ষাকাল অর্থাৎ সূর্যের দেখা নেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া ৷ সারা দেশের সঙ্গে আহমেদাবাদ, গুজরাত, সুরাতের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও মুখরোচক খাবার ৷ নিউজ 18-এর অন্তর্তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ এমন যায়গায় ফুচকা তৈরি হচ্ছে যেখানে এসে মিশছে প্রস্রাব, প্রাণীদের বর্জ ইত্যাদি ৷ নিজস্ব ছবি ৷
advertisement
2/5
শুধুই খারাপ তেল নয়, নষ্ট ও পচা আলু ব্যবহৃত হচ্ছে ৷ নিজস্ব ছবি ৷
advertisement
3/5
অতিরিক্ত নোংরার মধ্যেই প্রস্তুত হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে ফুচকা ৷ তবে প্রস্তুতকারীরা দাবি করছেন তাঁরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই প্রসতুত করছেন ফুচকা ৷ নিজস্ব ছবি ৷
advertisement
4/5
পচা, গলা, নোংরা আলু ব্যবহৃত হচ্ছে পুচকা প্রস্তুতে ৷ নিজস্ব ছবি ৷
advertisement
5/5
কোনও রকমের স্বাস্থ্য চিন্তা নেই, রমরমিয়ে চলছে অস্বাস্থ্যকর ফুচকার প্রস্তুতি ৷ নিজস্ব ছবি ৷