TRENDING:

যোগীরাজ্যে কলেজে সিভিল সার্ভিস পরীক্ষা চলাকালীন হস্টেলে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, তোলা হল ভিডিও

Last Updated:
কলেজ ক্যাম্পাসের মধ্যে সিভিস সার্ভিস পরীক্ষা চলাকালীন কড়া পুলিশি পাহারা মোতায়েন থাকা সত্ত্বেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ শুধু তাই নয় সঙ্গে চলল অমানুষিক নির্যাতন, ছিনতাই ৷
advertisement
1/5
সিভিল সার্ভিস পরীক্ষা চলাকালীন হস্টেলে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ
একের পর এক নৃশংস ধর্ষণের ঘটনা ৷ ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য ৷ হাতরসের ঘটনা নিয়ে উত্তেজনার মাঝেই ফের ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে ৷ এবার কলেজ ক্যাম্পাসের মধ্যে সিভিস সার্ভিস পরীক্ষা চলাকালীন কড়া পুলিশি পাহারা মোতায়েন থাকা সত্ত্বেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ শুধু তাই নয় সঙ্গে চলল অমানুষিক নির্যাতন, ছিনতাই ৷
advertisement
2/5
রবিবার ঘটনাটি ঘটে ঝাঁসির এক পলিটেকনিক কলেজে ৷ ক্যাম্পাসের ভিতর থেকেই ১৭ বছরের এক কিশোরীকে টেনে হিঁচড়ে হস্টেলে নিয়ে যায় ওই কলেজেরই এক দল ছাত্র ৷ অভিযোগ, হস্টেলের ঘরে কিশোরীকে ধর্ষণ করে একজন ৷ নির্যাতন চলাকালীন পুরো ঘটনার ভিডিও তুলে রাখে বাকিরা ৷ শুধু তাই নয়, ধর্ষণের পর নির্যাতিতাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ৷
advertisement
3/5
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এই পুরো ঘটনাটি যেসময় ঘটেছে সেসময় ওই পলিটেকনিক কলেজে চলছিল সিভিল সার্ভিসের পরীক্ষা ৷ তার জন্য মোতায়েন ছিল কড়া পুলিশি প্রহরা ৷ তা সত্ত্বেও পুলিশকর্মীদের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন ৷ কলেজের নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে .
advertisement
4/5
নির্যাতিতা জানিয়েছে, ওই দিন ওই পলিটেকনিক কলেজে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল সে ৷ ক্যাম্পাসের মধ্যেই আচমকা হামলা চালায় ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের জনা দশেক পড়ুয়া ৷ জোর করে কিশোরীকে সেখান থেকে তুলে টেনে হিঁচড়ে হস্টেলের ঘরে নিয়ে যায় তারা ৷ সেখানেই চলে অমানুষিক নির্যাতন ৷ বাধা দিতে হলে কিশোরীর বন্ধুকেও ব্যাপক মারধর করা হয় বলে জানিয়েছে নির্যাতিতা ৷ শুধু তাই নয়, মারধরের পর কিশোরীর কাছে থাকা হাজার দুয়েক টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা ৷
advertisement
5/5
পুরো ঘটনার সময় কেন কোনও নিরাপত্তারক্ষীর তা নজরে পড়ল না তাই নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য ৷ যদিও পুলিশের দাবি, নির্যাতিতা চিৎকার আর কান্না শুনেই ক্যাম্পাসে তাঁকে খুঁজে বার করেন দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী ৷ নির্যাতিতার অবস্থা দেখে তাকে নিয়ে আসেন থানায় ৷ কিশোরীর বয়ান অনুযায়ী দায়ের হয় রিপোর্ট ৷ তদন্তে নেমে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তেরা আদৌ ওই কলেজের ছাত্র কিনা তা যাচাই করা হবে ৷
বাংলা খবর/ছবি/ক্রাইম/
যোগীরাজ্যে কলেজে সিভিল সার্ভিস পরীক্ষা চলাকালীন হস্টেলে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, তোলা হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল