দাউ দাউ জ্বলছে জীবন্ত পথ-কুকুর, আগুন লাগিয়ে মর্মান্তিক দৃশ্য উপভোগ করল যুবক, হাড়হিম করা ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বচসার জেরে জীবন্ত পথ-কুকুরের গায়ে আগুন ধরিয়ে দিল এক যুবক। ঘটনা দেখে এলাকার অনেকেই কুকুরটিকে বাঁচাতে ছুটে এলে, ছুরি উঁচিয়ে তাঁদের খুনের হুমকি দেয় সেই যুবক।
advertisement
1/5

*বচসার জেরে জীবন্ত পথ-কুকুরের গায়ে আগুন ধরিয়ে দিল এক যুবক। ঘটনা দেখে এলাকার অনেকেই কুকুরটিকে বাঁচাতে ছুটে এলে, ছুরি উঁচিয়ে তাঁদের খুনের হুমকি দেয় সেই যুবক। প্রতীকী ছবি।
advertisement
2/5
*শুক্রবার রাতে সাংঘাতিক ঘটনাটি ঘটেছে থানের ওয়াঘবিলের কিংকংনগরে। এই ঘটনা ঘটানোর পড়ে অবশ্য ছাড় পায়নি বছর ২৬-র ধীরাজ রেড্ডি । তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।
advertisement
3/5
*ঠিক কি ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে ধীরজের সঙ্গে কুকুরটির কেয়ারটেকার ললিত মল্লিকের প্রথম বচসা বাধে। ললিত বাড়ি ফেরার পথে উদ্দেশ্যহীনভাবে রাস্তার পাশে রাখা ধীরজের বাইকে আটকানো পতাকায় হাত দেয়। আর তাতেই বেজায় চটে যায় সে। সেই সময় আচমকাই ধীরাজ আচমকাই ললিতকে থাপ্পড় মারে। প্রতীকী ছবি।
advertisement
4/5
*প্রাথমিকভাবে অশান্তি কেটে গেলে ধীরজের রাগ ছিল। রাগ থেকেই সে মাঝরাতে সে ফের ললিতের বাড়িতে চড়াও হয়। সেই সময়ই বাড়ির বাইরে উচ্চৈঃস্বরে চিৎকার শুরু করে। তাতেই বেজায় রেগে কুকুরটিকে মারতে উদ্যত হয় সে। মারতে মারতে সে আধমরা হইয়ে গেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
*জ্বলন্ত কুকুরের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাঁচাতে গেলে ছুরি নিয়ে টেডে আসে ধীরাজ। এরপর স্থানীয়রাই ধীরাজের বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রতীকী ছবি।