বউ, ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে সৎ-মেয়েকে ধর্ষণ বাবার! টানা ৯বছর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

▪বউ ও সৎ ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে দিনে পর দিন সৎ-মেয়েকে ধর্ষণ করত বাবা! এবং টানা ৯ বছর ধরে চেলেছে মেয়ের ওপর এই জুলুম৷
advertisement
2/5
▪প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেন লখনউয়ের এই মহিলা৷ তখন তার মেয়ের বয়স ছিল ৭ বছর৷ বিয়ের পর থেকেই সৎ ছেলে ও মেয়েকে সহ্য করতে পারত না বাবা৷
advertisement
3/5
▪সেই রাগ থেকেই এভাবে মেয়ের ওপর অত্যাচার শুরু করে সে৷ স্ত্রী এবং তার সৎ ছেলে পাছে টের পেয়ে যার তার কুকর্মের কথা, তাই তাদের ঘুমের ওষুধ খাইয়ে দিত নিয়মিত৷ এরফলে রাতে মেয়ের ওপর হওয়া অত্যাচার কোনও ভাবে টের পেতেন না তারা৷
advertisement
4/5
▪তবে দীর্ঘদিন ধরে তার এই চাল চলেনি৷ মেয়ের সঙ্গে এমন কুকর্ম ধরে ফেলে বাড়ির লোক৷ শুধু ধর্ষণ নয়, মেয়ের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহারও করত অভিযুক্ত৷
advertisement
5/5
▪খবর সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের করা হয়৷ দীর্ঘদিন এই নিয়ে মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হয় সৎ বাবা৷ তার যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে আদালত৷