TRENDING:

শপিং মলেই খুল্লাম খুল্লাম চলছে সেক্স র‍্যাকেট, আপত্তিজনক অবস্থায় ১৭ মহিলা-সহ গ্রেফতার ২৪

Last Updated:
শপিং মলের মধ্যেই রমরমিয়ে চলছে মধুচক্র ৷ হরিয়ানার গুরুগ্রামের একটি শপিং মলে চলা সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ ৷
advertisement
1/4
শপিং মলেই খুল্লাম খুল্লাম চলছে সেক্স র‍্যাকেট, আপত্তিজনক অবস্থায় গ্রেফতার ২৪
শপিং মলের মধ্যেই রমরমিয়ে চলছে মধুচক্র ৷ হরিয়ানার গুরুগ্রামের একটি শপিং মলে চলা সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ ৷ স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২টি মেয়ে-সহ ১৫ মহিলা, ৭জন গ্রাহক ও স্পা সেন্টারের ম্যানেজারকে গ্রেফতার করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পালম বিহার থানা এলাকায় ঘটেছে ৷
advertisement
2/4
পুলিশ জানিয়েছে, স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল ৷ গোপন সূত্র খবর পেয়ে এদিন স্পা সেন্টারে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷
advertisement
3/4
গ্রাহক সাজিয়ে এক পুলিশকর্মী স্পা সেন্টারে পাঠায় ৷ কথাবার্তা হওয়ার পর পুলিশকর্মী তাদের টিমকে ইশারা করায় তারা সেখানে ঢুকে অভিযুক্তদের গ্রেফতার করে ৷ স্পা সেন্টারের আরেক পার্টনার এখনও পলাতক ৷
advertisement
4/4
জানা গিয়েছে, ৭জন মহিলাকে আপত্তিজনক অবস্থায় গ্রেফতার করে পুলিশ ৷ বাকি ৯ যুবতী তাদের গ্রাহকদের জন্য স্পা সেন্টারে অপেক্ষা করছিল ৷ গ্রেফতার হওয়া যুবতীরা দিল্লি, তামিলনাড়ু, মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও তেলঙ্গনার বাসিন্দা ৷ এরা দিল্লি ও গুরুগ্রামে ভাড়াতে থাকেন ৷
বাংলা খবর/ছবি/ক্রাইম/
শপিং মলেই খুল্লাম খুল্লাম চলছে সেক্স র‍্যাকেট, আপত্তিজনক অবস্থায় ১৭ মহিলা-সহ গ্রেফতার ২৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল