TRENDING:

তরুণীকে রেপ করে পালিয়ে গেলেন সাধুবাবা, বদলে ফেললেন ভোল, গেরুয়া ছেড়ে পরণে এল জিনস

Last Updated:
ফুল বিক্রি করা কিশোরীর শরীর ছিঁড়ে খেল ভণ্ড বাবা
advertisement
1/6
তরুণীকে রেপ করে পালিয়ে গেলেন সাধুবাবা, বদলে ফেললেন ভোল, গেরুয়া ছেড়ে পরণে জিনস
মাঘ পূ্র্নিমার মেলায় ফুল বিক্রি করতেন এক কিশোরী, তাঁকে প্রসাদ দেওয়ার নাম করে নিজের তাঁবুতে ডাকেন এক সন্ন্যাসী ৷ প্রয়াগরাজ্যে ফের এক নক্কারজনক রেপের ঘটনা সামনে এসেছে ৷ Photo- Representive
advertisement
2/6
ফুল বিক্রি করতে আসা ওই কিশোরীকে রেপ করেন নিজেকে সঞ্জীবজী মহারাজ নামে পরিচয় দেওয়া এক তথাকথিত সাধু ৷ এই করেই থামেননি তিনি নিজেকে অপরাধ থেকে বাঁচানোর জন্য ভোল বদলে ফেলেন তিনি ৷ Photo- Representive
advertisement
3/6
বিপদ থেকে বাঁচার জন্য নিজের ভোল পুরো বদলে গেরুয়া থেকে সরাসরি জিনসে চলে যান , পরেন জ্যাকেট ৷ Photo- Representive
advertisement
4/6
প্রয়াগরাজ্যে একটি আশ্রম চালাতেন এই অভিযুক্ত ৷ কিন্তু গণ্ডগোল করার পর তিনি নিজের আশ্রম থেকেও ভাগলওয়া হন ৷ তারপর বিভিন্ন জায়গায় আশ্রয় চেয়েও তাঁকে কেউ থাকতে দেয়নি ৷ তবে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেরাচ্ছিলেন ৷
advertisement
5/6
কিন্তু কিশোরীর ধর্ষণে অভিযুক্ত এই ভণ্ড বাবাকে খুঁজতে ইন্সপেক্টর ব্রিজেশ সিং আলাদা আলাদা দল গঠন করে ৷ মেয়েটিকে নিজের তাঁবুতে ঢুকিয়ে জোর জবরদস্তি করে তার শরীর ছিঁড়ে খায় ৷ Photo- Representive
advertisement
6/6
মেয়েটি সেখান থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে পুলিশের কাছে যায় ৷ এখন হাসপাতালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/ক্রাইম/
তরুণীকে রেপ করে পালিয়ে গেলেন সাধুবাবা, বদলে ফেললেন ভোল, গেরুয়া ছেড়ে পরণে এল জিনস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল