কোথায় করোনার ভয়? দিব্বি ধোঁয়া তুলে হুকা বারে চলছে উদ্দাম পার্টি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গত বছর অগাস্ট মাসেই দিল্লি সরকার হুকা বারের ওপর নিষেধাজ্ঞা জানিয়ে দেয়৷
advertisement
1/5

•করোনার নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে হুকা পার্টিতে শামিল হলেন বহু মানুষ৷ নয়াদিল্লিতে বেআইনি হুকা বারে চলছিল রমরমা পার্টি৷ সেখানেই তল্লাশি অভিযান চালালো দিল্লি পুলিশ৷ ৬৫ জনকে গ্রেফতার করা হল৷
advertisement
2/5
•প্রথমে ১ জানুয়ারি তল্লাশি অভিযান চালানো হয়৷ রোহিনী এলাকার সেক্টর ৯-র এক বড় ক্যাফে থেকে ২২জনকে গ্রেফতার করা হয়৷ ২২ জনকে দেখা গিয়েছিল হুকা বারে উচ্ছ্বাসে নাচতে এবং সেখানে কোনও রকম করোনা নিষেধাজ্ঞা মানা হচ্ছিল না৷
advertisement
3/5
•প্রথমে ১ জানুয়ারি তল্লাশি অভিযান চালানো হয়৷ রোহিনী এলাকার সেক্টর ৯-র এক বড় ক্যাফে থেকে ২২জনকে গ্রেফতার করা হয়৷ ২২ জনকে দেখা গিয়েছিল হুকা বারে উচ্ছ্বাসে নাচতে এবং সেখানে কোনও রকম করোনা নিষেধাজ্ঞা মানা হচ্ছিল না৷
advertisement
4/5
•রোহিনীর সেক্টর ৮-এ ও চলে তল্লাশি৷ ৩২ জনকে দেখা গিয়েছে হুকায় টান দিতে, যাদের মধ্যে ৩ জন নাবালকও ছিল৷ এই ৩২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ১২ জন মহিলা ছিলেন৷ এই হুকা বারের মালিক অমিত ধনখড় বলে জানা গিয়েছে৷
advertisement
5/5
•এর আগে দিল্লির পঞ্জাব বাগ এলাকা থেকে ৪টি হুকা বার বন্ধ করে৷ কোনও রকম করোনা বিধি না মানার ফলে চলে গ্রেফতারিও৷