‘ওরা আমার শরীর ছুঁয়েছিল, আমার নিজেকে ভীষণ অপবিত্র ...’- নিজের শেষ ইচ্ছায় যা বলেছিল নির্ভয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
#NirbhayaGangRape: কথা বলার ক্ষমতাও চলে গিয়েছিল তারপরেও নির্ভয়া নিজের শেষ ইচ্ছা জানিয়েছিল
advertisement
1/5

নির্ভয়ার ধর্ষকরা এখন সাজা পেয়ে গেছে ৷ দীর্ঘ লড়াইয়ের পর ফাঁসির সাজা পেয়েছে তারা ৷ নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন তাঁর মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন তিনি ৷ যে ধর্ষকদের ফাঁসি হয়েছে তাদের শেষ ইচ্ছা নিয়ে অনেক কথা হয়েছে ৷ মেয়ের ধ্রষকরা ফাঁসির সাজা পাওয়ার পর আশাদেবী ফের একবার জানিয়েছেন কেমন ছিল নির্ভয়রা শেষ দিনগুলির লড়াই ৷ Photo- Representive
advertisement
2/5
নির্ভয়া গণধর্ষণ মামলায় রায় সংশোধনের আর্জি মঙ্গলবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মা ও মুকেশ সিং রায় সংশোধনের আর্জি জানায়। শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। এর জেরে আগামী ২২শে জানুয়ারি, সকাল সাতটায়, তিহাড় জেলে চার দোষীরই ফাঁসি হওয়ার কথা ছিল ৷
advertisement
3/5
সূত্রের খবর অনুযায়ী, দোষীদের ফাঁসি দেওয়ার জন্য একদিন আগে তিহার জেলে পৌঁছানোর কথা ফাঁসুড়ে ৷ একজনকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসুড়ে পাবে ১৫ হাজার টাকা ৷ অথার্ৎ চারজনের ফাঁসির জন্য তিনি পাবেন ৬০ হাজার টাকা ৷
advertisement
4/5
তবে আপাতত ওই দিন ফাঁসি হচ্ছে না জানিয়ে দিল সরকারি আইনজীবী ৷ নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী মুকেশ ফাঁসির পিছোনর আবেদন করেছিল ৷ মুকেশের আবেদন জানিয়েছে দিল্লি হাইকোর্টে ৷
advertisement
5/5
ফাঁসি পিছোনর আবেদনের প্রেক্ষিতেই বোঝা যায় ২২ জানুয়ারি হচ্ছে না ফাঁসি ৷ দিল্লি সরকারকে এবার ডেথ ওয়ারেন্টের জন্য আবেদন করতে হবে ৷ নয়া মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানাবে দিল্লি সরকার ৷ মৃত্যু পরোয়ানা জারির পরে ফাঁসি হবে ৷ মৃত্যু পরোয়ানা জারির ১৫ দিনের মধ্যে ফাঁসি হবে ৷