TRENDING:

মোমো শুধু গেমিং চ্যালেঞ্জ নয়, এর থেকে হ্যাক হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:
advertisement
1/5
মোমো শুধু গেমিং চ্যালেঞ্জ নয়, এর থেকে হ্যাক হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
শুধু ভয় দেখাতেই কি আসছে মোমোর মেসেজ? নাকি এর পিছনে অন্য উদ্দেশ্য? মোমো মেসেজ থেকে গোপনীয় ও ব্যক্তিগত তথ্যও চলে যেতে পারে অন্য কারোর হাতে। ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সাইবার সেলের পক্ষেও অপরাধীকে খুঁজে পাওয়া শক্ত। মোমো গেমিং চ্যালেঞ্জ নয় , মোমোর থেকে তথ্য সুরক্ষিত রাখাই আসল চ্যালেঞ্জ।
advertisement
2/5
মোবাইলে কাড়া নাড়ছে মোমো। ধরুন, মজা করতেই মোমোর পাঠানো অ্যাপস ডাউনলোড করে ফেললেন আপনি। না, প্রাণঘাতী গেমে খেলার চ্যালেঞ্জ হয়তো আসবে না। তবে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে হতে পারে আরও অনেক কিছুই। সোজা কথায় মোমোর হাতে পুতুল হয়ে উঠতেই পারেন। আর তা করতে পারেন আপনারই আশপাশে থাকা কেউ। কীভাবে সম্ভব, হাতে কলমে করে দেখালেন শহরেই দুই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।
advertisement
3/5
এবারই আপনি ডেনজার জোনে। কীভাবে কোথা থেকে আসছে বিপদ, তা না জেনেই মোমোর নজরবন্দি।
advertisement
4/5
আপনার ওপর নজরদারি থেকে অনলাইন অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডও এসে ভার্চুয়াল ফ্রেন্ডের হাতের মুঠোয়।
advertisement
5/5
বিজনেস হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপসনকে ব্যবহার করেই এতকিছু। এভাবেও আঘাত হানতে পারে মোমো। তাই নিশ্চিন্ত থাকার আর উপায় নেই। সতর্ক হতেই হচ্ছে।
বাংলা খবর/ছবি/ক্রাইম/
মোমো শুধু গেমিং চ্যালেঞ্জ নয়, এর থেকে হ্যাক হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল