স্বামীর সঙ্গে সঙ্গমে বাধা দেয় শ্বশুর! 'প্রেতাত্মা' ভরের অছিলায় অকথ্য যৌন নির্যাতন, থানায় গেলেন নববধূ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বিয়ের পর থেকেই এই পরিস্থিতির শিকার তিনি। এতদিন সহ্য করেছেন। কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় ১০ মার্চ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে যান।
advertisement
1/8

*স্বামীর সঙ্গে সঙ্গমে বাধা দেয় শ্বশুর। 'প্রেতাত্মা' ভরের অছিলায় অত্যাচার করে শ্বশুবাড়ির লোকেরা। স্বামী বাড়িতে না থাকলেই শাশুড়ির প্ররোচনায় যৌন নির্যাতন করে শ্বশুর। ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ নববধূ। প্রতীকী ছবি।
advertisement
2/8
*ভয়ঙ্কর ঘটনাটি গুজরাতের। নববধূর অভিযোগ, তাঁকে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধা দেওয়া হয়। এমনকি সঙ্গমেও আপত্তি জানান শ্বশুর স্বয়ং। প্রতীকী ছবি।
advertisement
3/8
*পরিবারের দাবি, নতুন বউয়ের ওপর নাকি 'প্রেতাত্মা' ভর করে রয়েছে। ছেলের সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে সেই আত্মা সেঁধিয়ে যাবে ছেলের শরীরে। তাই শারীরিক সম্পর্ক নৈব নৈব চ! প্রতীকী ছবি।
advertisement
4/8
*২০২০-র ফেব্রুয়ারিতে গুজরাতের ভাদোদরার আলকাপুরির বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় গান্ধিনগরের বাসিন্দা যুবকের। তরুণীর অভিযোগ, বিয়ের পর থেকেই এই পরিস্থিতির শিকার তিনি। এতদিন সহ্য করেছেন। কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় ১০ মার্চ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে যান। প্রতীকী ছবি।
advertisement
5/8
*নববধূ গান্ধিনগর থানায় পারিবারিক হিংসার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, স্বামীর সঙ্গে সঙ্গমে বাধা দিত শ্বশুর। 'প্রেতাত্মা' ভর করেছে অছিলায় অত্যাচার করত শ্বশুবাড়ির সদস্যরা। তাঁতে অবশ্য স্বামী কোনওদিন বাধা দেয়নি। উপরন্ত সেও সকলের সঙ্গে মিলে তাঁর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত। প্রতীকী ছবি।
advertisement
6/8
*বধূর দাবি, এই সব কাজে ইন্ধন দিতেন শাশুড়ি। স্বামী বাড়িতে না থাকলেই শাশুড়ির প্ররোচনায় যৌন নির্যাতন করত শ্বশুর। প্রতীকী ছবি।
advertisement
7/8
*তিনি বলেন, "যখনই স্বামী বাড়িতে থাকত না শ্বশুরকে যৌন নির্যাতনের করার জন্য বাধ্য করত শাশুড়ি।" সেখানে বাধা দিলেই জুটত মার। এমনকি প্রেতাত্মা ভর করেছে, সেই কথার প্রতিবাদ করলেও তাঁকে মারধর করত সকলে মিলে। প্রতীকী ছবি।
advertisement
8/8
*তরুণীর দাবি, সে শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরে ফোনে তারা হুমকি দেয় বাইরে কোনও কথা যাতে না বেরোয়। এমনকি তরুণীর বাড়ির থেকেও মানিয়ে নিতে বলেছিল। কিন্তু কোনও কথায় কর্ণপাত না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। পুলিশে অভিযোগ দায়ের করেন। প্রতীকী ছবি।