TRENDING:

'ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের দায় আমি নিতে পারব না',স্পষ্ট জানালেন সিপিএম নেতা

Last Updated:
advertisement
1/6
'ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের দায় আমি নিতে পারব না',স্পষ্ট জানালেন সিপিএম নে
▪ প্রবীণ বাম নেতা৷ দলে অত্যন্ত সম্মান রয়েছে তাঁর৷ তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উঠেছে৷ কিন্তু ছেলেকে কোনওভাবেই আড়াল করবেন না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি৷ Representative Image
advertisement
2/6
▪ পরিবারের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তার দায় কখনই তাঁর দল বা তিনি নিতে পারবেন না, জানিয়েছেন কেরলের সিপিএম নেতা কোদিএরি বালাকৃষ্ণণ৷ বর্ষীয়ান এই নেতার ছেলে বিনয় বালাকৃষ্ণণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৩৩ বছরের এক মহিলা৷ Representative Image
advertisement
3/6
▪ নিগৃহীতা মুম্বই পুলিশে অভিযোগ জানিয়েছেন, তবে অভিজ্ঞ বাম নেতা কোদিএরি বালাকৃষ্ণণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলেই জানা গিয়েছে৷ Representative Image
advertisement
4/6
▪ আইন আইনের পথে চলবে, জানিয়েছেন কোদিয়ারি বালাকৃষ্ণণ৷ সত্যিটা সামনে আসুক, এমনটাই জানিয়েছেন তিনি৷ অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে তিনি নিরপরাধ৷ তবে কোনও ভাবেই এই মামলায় দল প্রভাব খাটাবে না, বা ছেলে বলে তাকে বাঁচানোর চেষ্টা করব না, স্পষ্ট করেছেন এই বর্ষীয়ান নেতা৷ Representative Image
advertisement
5/6
▪ অনেকদিন ধরেই বাবা-মায়ের থেকে দূরে রয়েছেন বিনয়৷ নিজের পরিবার নিয়ে তিনি মুম্বই রয়েছেন৷ প্রতিনিয়ত ছেলের সঙ্গে কথাও হয় না তার৷ তাই কী ঘটনা ঘটেছে, সেটা তিনি কীভাবে জানবেন? সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রবীণ নেতা৷ Representative Image
advertisement
6/6
▪ নিগৃহীতার অভিযোগ অনুযায়ী, বিনয়ের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক৷ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিনয়৷ কিন্তু পরবর্তীকালে তিনি জানতে পারেন যে বিনয় বিবাহিত৷ মহিলা আরও জানিয়েছন যে তাদের 8 বছরের এক সন্তানও আছে৷ আপাতত অন্তর্বতীকালীন জামিনের অপেক্ষায় রয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতার ছেলে বিনয় বালাকৃষ্ণণ৷ Representative Image
বাংলা খবর/ছবি/ক্রাইম/
'ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের দায় আমি নিতে পারব না',স্পষ্ট জানালেন সিপিএম নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল