TRENDING:

৮ দিনের মাথায় বিধবা হয়ে গেল অমরের নতুন বউ! বিকাশ দুবের ডানহাতের মৃত্যুর পর যা বললেন ঠাকুমা

Last Updated:
দিনকয়েক আগেই বিয়ে করেছিল বিকাশের ডানহাত অমর, এনকাউন্টারে নাতির মৃত্যু পর ঠাকুমা যা বললেন
advertisement
1/7
৮ দিনেই বিধবা হয়ে গেল নতুন বউ! বিকাশ দুবের ডানহাতের মৃত্যুর পর যা জানা গেল
News 18 -র বিশেষ সাক্ষাৎকারে অমর দুবে -র ঠাকুমা সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য ৷ তিনি জানিয়েছেন অমর দুবে ও অতুল দুবে তাঁর সঙ্গে থাকতেন না ৷ তিনি আরও বলেছেন ২৯ জুন বিয়ে করেছিল পুলিশি এনকাউন্টারে খতম হয়ে যাওয়া অমর !Photo- Representative
advertisement
2/7
তাঁর নাতি সঙ্গে না থাকলেও শোকস্তব্ধ হয়ে গেছেন তিনি ৷ তার পরিষ্কার কথা পুরো পরিবারটা বরবাদ হয়ে গেল৷ তিনি জানিয়েছেন অতুল আর অমর তাঁকে কিছু জানাতও না তার কি করে ৷ তবে নাতির এভাবে অকালে চলে যাওয়ায় বৃদ্ধা শোকস্তব্ধ ৷ তিনি বলেছেন পরিবারের উত্তরসূরীর এভাবে চলে যাওয়া মর্মান্তিক ৷Photo- File
advertisement
3/7
চৌবেপুরের ৮ পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবের ডান হাত অমর দুবেকে খতম করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ৷ বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের পর থেকেই বেপাত্তা মূল অভিযুক্ত বিকাশ৷ এবার তার সঙ্গী এবং খুবই ঘনিষ্ঠ অমরের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে৷ হামিরপুরে বুধবার সকাল থেকে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়৷ অমরকে ঘিরে ধরে পুলিশ৷ শেষ পর্যন্ত হার মানতে হয় দুষ্কৃতীকে৷Photo- File
advertisement
4/7
পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল ৬.৩০ মিনিটে শুরু হয় এনকাউন্টার৷ পুলিশের কাছে খবর ছিল যে, মৌধে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রয়েছে অমর৷ এর আগে ফিরদাবাদে গা ঢাকা দিয়েছিল সে কিন্তু উত্তরপ্রদেশের এসটিএফের চাপে সেখান থেকে পালাতে বাধ্য হয় অমর৷ চলে আসে মৌধে৷ সেখানেই পুলিশ তাকে ঘিরে ধরে৷Photo- File
advertisement
5/7
কেন অমরের পিছু করেছিল পুলিশ? ৮ পুলিশ হত্যার মূল বিকাশের ডান হাত এই অমর৷ ভিকরুর শ্যুটআউটেও তার বড় ভূমিকা ছিল৷ অমরের মাথার দাম ধার্য হয়েছিল ২৫ হাজার টাকা৷ তবে সূত্রের খবর যে, অমরকে মারতে চায়নি পুলিশ৷ তাকে পাকরাও করে বিকাশের খোঁজ পেতে মরিয়া ছিল উত্তরপ্রদেশ এসটিএফের কর্তারা৷ তবে যখন তাকে আত্মসপর্মণ করতে বলে পুলিশ, তখনই পুলিশের ওপর হামলা চালায় অমর৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে মারা যায় এই কুখ্যাত দুষ্কৃতী৷Photo- File
advertisement
6/7
এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বিকাশ পলাতক৷ জানা গিয়েছে যে, আইনজীবীর মাধ্যমে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে পারে উত্তরপ্রদেশের এই ডন! শেষ পাওয়া লোকেশন অনুযায়ী বিকাশ ছিল ফরিদাবাদে৷ সেখানে একটি হোটেলের রুমে কিছুদিন ছিল বিকাশ৷ কিন্তু পুলিশ পৌঁছনোর আগে সেখান থেকে চম্পট দেয় সে৷Photo- Man suspected to be Vikas Dubey seen at Faridabad Hotel (News18)
advertisement
7/7
বিকাশের খোঁজে পুলিশের ২৫ টি দল কাজ করছে ৷ পুলিশ জানিয়েছে ৫০০ টি মোবাইলে -র ওপর সর্বক্ষণ নজর রাখছে পুলিশ৷ বিকাশের সহযোগী কারা খতিয়ে দেখতেই এভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ ৷ দুবের বিরুদ্ধে অন্তত ৬০ টি ক্রিমিন্যাল কেস রয়েছে ৷ উত্তরপ্রদেশ পুলিশ বিকাশের জন্য বিশেষ টাস্ক ফোর্সও তৈরি করেছে ৷Photo- File
বাংলা খবর/ছবি/ক্রাইম/
৮ দিনের মাথায় বিধবা হয়ে গেল অমরের নতুন বউ! বিকাশ দুবের ডানহাতের মৃত্যুর পর যা বললেন ঠাকুমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল