Howrah Murder Follow Up: হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল সুপারি কিলার! ভেসে উঠল হাওড়ার ব্যবসায়ী খুনের রোমহর্ষক 'সেই রাত'...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Howrah Murder Follow Up: সোমবার হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মান করা হল।
advertisement
1/7

গত ২২ অক্টোবর রাতে রায়নার দারিয়াপুর গ্রামে (Howrah Murder Follow Up) খুন হন হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল। সম্পত্তিগত বিবাদের জেরে সুপারি কিলার নিয়োগ করে তাকে খুন করা হয় বলে অভিযোগ। সি সি টিভি ফুটেজ দেখে পুলিশ সুপারি কিলারদের গাড়ি সনাক্ত করে। এরপর কলকাতা থেকে মূল সুপারি কিলার রিকি সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ (Howrah Murder Follow Up) রিকিকে নিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়।
advertisement
2/7
হাওড়া খুনে গুলি চালানোর কথা স্বীকার করল মূল অভিযুক্ত সুপারি কিলার। সোমবার হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মান করা হল। মূল অভিযুক্ত সুপারি কিলার রিকিকে নিয়ে ঘটনার পুনর্নির্মান করে রায়না থানার পুলিশ।
advertisement
3/7
পুর্নর্নির্মানের মুখে কান্নায় ভেঙে পরে রিকি। এরপরই সে গুলি চালানোর কথা স্বীকার করে। পুলিশ (Howrah Murder Follow Up) সূত্রে জানা গিয়েছে, সুপারি কিলার রিকিদের গাড়িকে দু চাকা গাড়িতে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল খুন হওয়া সব্যসাচীর ছোট কাকার ছেলে সোমনাথ। বাড়ি দেখিয়ে দেওয়ার পর সোমনাথ ফিরে যায়। বাড়ি চিনে নেওয়ার পর পাশের গ্রামে একটি দোকানে চা খায় রিকি ও তার সঙ্গীরা।
advertisement
4/7
এরপর শুরু হয় অপারেশন। সে সময় সব্যসাচী রায়নার দারিয়াপুরে গ্রামের বাড়িতে ছিল। সঙ্গে ছিল বন্ধু রাজবীর। ছাদে রান্না হচ্ছিল। নিচে বাড়ির বাইরে ঠাকুর দালানে ছিল সব্যসাচীর গাড়ির চালক।
advertisement
5/7
প্রথমেই রিকির নেতৃত্বে দুষ্কৃতীরা ওই গাড়ি চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর সব্যসাচীকে পরিচিত একজন ডাকছে বলে জানাতে বলা হয়। চালকের সঙ্গে গিয়েছিল রিকির এক সঙ্গীও। সেই খবর পেয়ে বাড়ির নিচে নামে সব্যসাচী। নিজস্ব চিত্র।
advertisement
6/7
তখনই তাকে গুলি করে সুপারি কিলাররা। প্রাণ বাঁচাতে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে সব্যসাচী। পিছু ধাওয়া করে রিকি ও তার দলবল। সিঁড়ির নিচে বারান্দায় সব্যসাচীকে ধরে ফেলে তারা। সেখানে ফের তাকে গুলি করা হয়।
advertisement
7/7
এখানেই শেষ নয়, মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, সোমনাথ এখনও অধরা। রিকির বাকি সঙ্গীদেরও খোঁজ চলছে। খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা যাবে বলে আশা করা হচ্ছে। শরদিন্দু ঘোষ