এবার লালবাজারের ডাক আয়কর বিভাগের শীর্ষ কর্তাকে, আর্থিক দুর্নীতি মামলায় তলব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের anti fraud section৷
advertisement
1/4

আর্থিক প্রতারণা মামলায় এবার ডাক পড়লো আয়কর দফতরের শীর্ষ কর্তা বিশ্বনাথ ঝা এর. তিনি এই মুহূর্তে ইনকাম ট্যাক্স এর প্রিন্সিপাল কমিশনার পদে আছেন. আজ তাঁর হাজিরা দেওয়ার কথা লালবাজারের anti fraud section বিভাগের কাছে৷
advertisement
2/4
কিছুদিনের আগে গোবিন্দ আগরওয়াল নাম এ এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজার৷ তাকে জেরা করেই এই অফিসারের নাম উঠে আসে ৷
advertisement
3/4
অভিযোগ, ২০১৬-২০১৮ পর্যন্ত শহরে ও আশপাশের বেশকিছু আয়কর দফতরের রেড হয়৷ সেখানে গোবিন্দের চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম থেকে লোক নিয়ে যাওয়া হত৷
advertisement
4/4
পড়ে থার্ড পার্টি সেটেলমেন্ট করে আর্থিক মুনাফা পেতেন গোবিন্দ. এই কাণ্ডে নাম জড়িয়েছে তৎকালীন ইনকাম ট্যাক্স ডেপুটি ডিরেক্টরের নিরাজ সিং-র. গোবিন্দ ধারার পর এবার আরও একাধিক আয়কর দফতরের অফিসারের নাম উঠে আসে৷ সেই হিসেবেই এবার তলব পেলেন বিশ্বনাথ ঝা৷ Input- Sukanta Mukherjee