TRENDING:

নাম -পরিচয় পুরো লুকিয়ে ভোলবদল, যুবতীকে প্রেমের জালে ফাঁসানো, অশ্লীল ভিডিও-র ভয় দেখানো, তারপর...

Last Updated:
অভিযোগকারী মেয়েটিকে নিয়ে দাদরির এসকর্ট কলোনিতে একটি ঘরে নিয়ে যায়। সোমবার অভিযোগকারী যুবতীকে বিয়ে করার কথা থাকলেও রবিবার মেয়েটি ওই যুবকের আসল নাম জানতে পারে, এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং বিষয়টি সামনে আসে।
advertisement
1/6
পরিচয় লুকিয়ে যুবতীকে প্রেমের জালে ফাঁসানো, অশ্লীল ভিডিও-র ভয় দেখানো, তারপর...
#নয়ডা: গ্রেটার নয়ডার দাদরিতে তরুণীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিজের পরিচয় গোপন করে, পরিবর্তিত পরিচিতি দিয়ে উত্তরাখণ্ডের বাসিন্দা এক তরুণীকে বিয়ে করতে যাচ্ছিল বলে মারাত্মক অভিযোগ। বিয়ের ঠিক ১ দিন আগে তার ধাপ্পাবাজির পর্দা ফাঁস হয়ে যায়৷ পরিচয় জানার পরেই সেই মহিলা নিজেই পুলিশের কাছে গিয়ে মামলা করেন এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। Photo- Representative 
advertisement
2/6
যে যুবকের পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় মেয়েটির সঙ্গে  নাম ও ধর্ম জানাকে কেন্দ্র করে দুজনের  ঝগড়া হয়। লোকজন ঘটনাস্থলে পৌঁছলে মেয়েটি জানায়, হাসিন সাইফি নামের ওই ব্যক্তি তাকে আশীষ পরিচয় দিয়ে প্রতারণা করেছে এবং  মেয়েটির একটি অশ্লীল ভিডিও তৈরি করে বিয়ের জন্য চাপ দিচ্ছে।
advertisement
3/6
খবর পেয়ে হিন্দু সংগঠনের কর্মীরা তোলপাড় শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লোকজনকে শান্ত করে এবং মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ম পরিবর্তন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করার পর আমকা রোডের বাসিন্দা অভিযুক্ত হাসিন সাইফি আশিসকে গ্রেফতার করে। উত্তরাখণ্ডের বাসিন্দা ওই তরুণী নয়ডায় একটি কোম্পানিতে কাজ করতেন। Photo- Representative 
advertisement
4/6
এই কোম্পানিতে কর্মরত যুবক প্রথমে নাম ও ধর্ম গোপন করে তার সঙ্গে বন্ধুত্ব করে এবং পরে তাকে প্রেমের ফাঁদে ফেলে তার অশ্লীল ভিডিও করে। এরপর অভিযুক্ত যুবক মেয়েটিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। Photo- Representative 
advertisement
5/6
অভিযোগকারী মেয়েটিকে নিয়ে দাদরির এসকর্ট কলোনিতে একটি ঘরে নিয়ে যায়। সোমবার অভিযোগকারী যুবতীকে বিয়ে করার কথা থাকলেও রবিবার মেয়েটি ওই যুবকের আসল নাম জানতে পারে, এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং বিষয়টি সামনে আসে। Photo- Representative 
advertisement
6/6
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার হাসিনকে খুঁজতে গিয়ে তার বাবা শাকিল সাইফি এসকর্ট কলোনিতে তার ঘরে পৌঁছান। সেই সময় হাসিন ও মেয়েটি কেনাকাটা করতে গিয়েছিল। এরপর মেয়েটি ছেলেটির নাম নিয়ে খোঁজখবর নিতে চাইলে নাম ও ধর্ম দুটো জেনেই চমকে ওঠে মেয়েটি। তাই বিয়ের বদলে পুলিশে সরাসরি অভিযোগ জানায় মেয়েটি।  Photo- Representative 
বাংলা খবর/ছবি/ক্রাইম/
নাম -পরিচয় পুরো লুকিয়ে ভোলবদল, যুবতীকে প্রেমের জালে ফাঁসানো, অশ্লীল ভিডিও-র ভয় দেখানো, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল