TRENDING:

মাদককাণ্ডে বড়সড় সাফল্য এনসিবি-র, দীর্ঘদিনের পলাতক ড্রাগ পেডলার গ্রেফতার

Last Updated:
গ্রেফতার হওয়া ড্রাগ পেডলারের সঙ্গে একাধিক বলিউড তারকার যোগাযোগ ছিল, পাশাপাশি সুশান্ত কাণ্ডের তদন্তেও মিলতে পারে সূত্র৷
advertisement
1/7
মাদককাণ্ডে বড়সড় সাফল্য এনসিবি-র, দীর্ঘদিনের পলাতক ড্রাগ পেডলার গ্রেফতার
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তের পথ ধরেই সামনে আসে চাঞ্চল্যকর ড্রাগ যোগ৷ এরপরেই সমূলে ড্রাগচক্র উপড়ে ফেলতে আসরে নামে কেন্দ্রীয় সরকারের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো -অর্থাৎ Narcotics Control Bureau (NCB)৷ সম্প্রতি এই ড্রাগচক্রের পান্ডাদের ধরপাকড়ের কাজ চলছিল দ্রুতগতিতে৷ সেই পর্বেই বড় সাফল্য পেল এনসিবি৷ ড্রাগ প্যাডলিং কেসে অন্যতম অভিযুক্ত রেগেল মহাকালকে গ্রেফতার করেছে৷
advertisement
2/7
তাঁর বিরুদ্ধে অঞ্জু কেসওয়ানিকে ড্রাগ সাপ্লাই দেওয়ার অভিযোগ৷ লোখন্ডওয়ালার মিলাত নগরে একটি রেড চালাচ্ছিল সেন্ট্রাল অ্যান্টি ল এনফোর্সমেন্ট ড্রাগ এজেন্সি৷ মহাকালকে আজ আদালতে তোলা হবে৷
advertisement
3/7
এদিকে এর আগে কেশওয়ানিকে গ্রেফতার করেছিল এনসিবি৷ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তদন্তের সূত্র ধরে কাজ করতে করতে কেশওয়ানির নাম উঠে এসেছিল৷
advertisement
4/7
আগে রেহা চক্রবর্তী , তাঁর ভাই শৌভিক, আব্দুল বাসিত, জেইদ ভিলাত্রা, দীপেশ সামন্ত, স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করা হয়েছিল৷ সুশান্তের মৃত্যু ও ড্রাগ কেসের সূত্র ধরেই এই গ্রেফতারগুলি করেছিল এনসিবি৷
advertisement
5/7
অক্টোবরেই জামিন পেয়ে গিয়েছিলেন সুশান্তের সিংয়ের প্রাক্তন গার্লফ্রেন্ড রেহা চক্রবর্তী৷ ড্রাগ কেসে গ্রেফতার হওয়ার তিন মাস পরে মুম্বইয়ের স্পেশাল কোর্ট জামিন দিয়েছিল রেহার ভাইক শৌভিককে৷
advertisement
6/7
এদিকে গ্রেফতার রিগেল মহাকালকে দিয়ে তদন্তের কাজ এগোবে মনে করছেন এনসিবি৷ রিগেলের থেকে ড্রাগ নিয়েই অঞ্জু কেশওয়ানি তা রেহা ও সুশান্তকে পাঠাতো৷ রিগেলের টিপ থেকেই এখন এনসিবি আন্ধেরি পশ্চিমে বিভিন্ন জায়গায় রেড চালাচ্ছে৷
advertisement
7/7
এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এই অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন৷ প্রচুর পরিমাণে মালানা ক্রিম ( Malana Cream) এবং ক্যাশ (cash) উদ্ধার করা হয়েছে৷ সূত্রের খবর বলিউডের বেশ কিছু সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ রয়েছে রিগেলের৷
বাংলা খবর/ছবি/ক্রাইম/
মাদককাণ্ডে বড়সড় সাফল্য এনসিবি-র, দীর্ঘদিনের পলাতক ড্রাগ পেডলার গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল