প্রেম বাঁচাতে স্বামীকে প্ল্যান করে খুন! এবার প্রেমিকের সঙ্গে জেলেই কাটাতে হবে জীবন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীদের।
advertisement
1/5

•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
advertisement
2/5
•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
advertisement
3/5
•রাস্তার ধারে মৃত অবস্থা উদ্ধার হয় মনোজের দেহ। জানা গিয়েছে যে, বাইকে করে জাভি গ্রামে এক বিয়ে বাড়িতে যাচ্ছিলেন মনোজ। সেই সময় তাঁকে রাস্তায় তার পথ আটকায় সলমন ও সারাফত। গলা টিপে খুন করে তার। পরে রাস্তার ধারে ফেলে রেখে দেয় দেহ, যাতে মনে হয়, এটা খুন নয় দুর্ঘটনা।
advertisement
4/5
•এরই মধ্যে উদ্ধার হয় মৃতের দেহ। ময়নাতদন্তে স্পষ্ট হয় মৃত্যুর কারণ। একই সঙ্গে মঞ্জু এবং সলমনের ফোনের মেসেজ এবং সলমন ও সারাফতের ফোনের লকেশনে জানা যায় যে মনোজরে মুত্যের সময় তারাই ছিল ঘটনাস্থলে।
advertisement
5/5
•পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীদের। ঘটনা মধ্যপ্রদেশের।