"আমায় বাঁচাও, জল দাও"! জ্বলতে থাকা স্ত্রীর কথায় কান না দিয়ে ভিডিও রেকর্ড স্বামীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
টাকার জন্য বৌয়ের গায়ে আগুন!পুড়তে থাকা স্ত্রীর ভিডিও করল স্বামী!
advertisement
1/5

বিহারের বক্সার থেকে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। কয়েক লক্ষ টাকার লোভে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয় এক স্বামী। শুধু তাই নয়, অপরাধ করার পর স্ত্রীকে সাহায্য না করে তার ভিডিও রেকর্ড করতে থাকে অভিযুক্তরা।
advertisement
2/5
এখন নির্যাতিতা মহিলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, নির্যাতিতা দগ্ধ অবস্থায় জল চাইছেন এবং তার পরিবারের সদস্যরা তার ভিডিও করছে।
advertisement
3/5
ভাইরাল হওয়া ভিডিওতে একটি কণ্ঠ শোনা যাচ্ছে যাতে তাকে বলা হচ্ছে যে আপনি বলুন আপনি নিজে পুড়ে গেছেন, আপনাকে কেউ পোড়ায়নি। ভিডিও সঙ্গে এই কথোপকথনও সামনে এসেছে৷
advertisement
4/5
একইসঙ্গে এই ঘটনার পর পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে চিকিৎসার জন্য বেনারসের ট্রমা সেন্টারে ভর্তি করেছে। ঘটনাটি বক্সার জেলার মুফাসিল থানার কামারপুর গ্রামের।
advertisement
5/5
মেয়েটির পরিবারের সদস্যরা জানান, গাজীপুরের বাসিন্দা অঞ্জলি রাইয়ের বিয়ে হয় ২০২১ সালের ২১ নভেম্বর বক্সার জেলার মুফাসিল থানার কামালপুর গ্রামের সূর্য দেব রাইয়ের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন।একই সময়ে, বক্সারের এসপি নীরজ কুমার সিং বলেছেন যে পুরো মামলায় যারাই দোষী তাদের কঠোর সাস্তি দেওয়া হবে। এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করতে বক্সার পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে।