TRENDING:

১০ মাসের ছোট্ট কুকুরছানাকে প্রবল বেল্টের পিটুনি, আছড়ে ফেলা হল মেঝেতে, IT কর্মীর আচরণে ফুঁসছে দেশ...

Last Updated:
১০ মাসের ছোট্ট ল্যাব্রাডর প্রজাতির কুকুরছানাকে একের পর এক বেল্টের পিটুনি। আছড়ে আছড়ে ফেলা হচ্ছে মাটিতে। একরত্তির চিৎকারের পরেই হুঁশ নেই IT কর্মীর। নৃশংস সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/5
১০ মাসের ছোট্ট কুকুরছানাকে প্রবল বেল্টের পিটুনি, আছড়ে ফেলা হল মেঝেতে, IT কর্মীর আচরণে ফুঁসছে দেশ...
*১০ মাসের ছোট্ট ল্যাব্রাডর প্রজাতির কুকুরছানাকে একের পর এক বেল্টের পিটুনি। আছড়ে আছড়ে ফেলা হচ্ছে মাটিতে। একরত্তির চিৎকারের পরেই হুঁশ নেই IT কর্মীর। নৃশংস সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*বুধবার ঘটনাটি ঘটেছে নয়ডায়। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি কুকুরটিকে বেল্ট দিয়ে মেরেই চলেছে। দেওয়ালে ঠুকে দিচ্ছে মাথা। কুকুরছানাটি চিৎকার করলেও নিস্তার পায়নি সে। বরং রাগের বশে তাঁকে আছড়ে ফেলছে হয় মাটিতে। ঘটনার জেরে কুকুরটি ব্যাপক আহত হয়। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*একটি নয়, দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একজন পশুপ্রেমি। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। যে ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে, সেই IT কর্মীর নাম রিশভ মেহেরা।  সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*পশুপ্রেমিরা জানিয়েছেন, সোসাইটির একজন ওই কুকুরছানার প্রবল চিৎকার শুনতে পান। তারপরে তা দেখতে ছুটে আসেন। তিনিই সেটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিও তিনি বিজেপি নেত্রী তথা পশুপ্রেমী মানেকা গান্ধির দফতরে পাঠিয়ে দেন। তারপরেই তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। কুকুরটিকে উদ্ধার কোড়া হয় দ্রুততার সঙ্গে। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*নয়ডার অতিরিক্ত DCP বলেন, ভিডিওতে দেখা গিয়েছে রিশভ কুকুরটিকে প্রবল মারধর করছে তারপরেই তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বুরুদ্ধে ৪২৮ ধারায় মামলা রজু করা হয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ক্রাইম/
১০ মাসের ছোট্ট কুকুরছানাকে প্রবল বেল্টের পিটুনি, আছড়ে ফেলা হল মেঝেতে, IT কর্মীর আচরণে ফুঁসছে দেশ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল