#NirbhayaRapeCase: ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা, ফুঁপিয়ে কেঁদে উঠল ধর্ষক অক্ষয়...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফাঁসির দড়ি আস্তে আস্তে এগিয়ে আসছে, আর বোধহয় টলানো গেল না মৃত্যু
advertisement
1/6

২২ জানুয়ারি সকাল সাতটাই ফাঁসি দেওয়া হবে দিল্লির পাতিয়ালা কোর্টের এই নির্দেশের পরেই গোটা দেশের মানুষ একটা স্বস্তি পেয়েছেন ৷ যা নৃশংস ধর্ষকের মৃত্যুর সাজার জন্য ২০১২ সালের ঘটনাটি ঘটার পর থেকে অপেক্ষা চলছিল ৷ কিন্তু যে ধর্ষকরা মৃত্যুর সাজা পেলেন তাঁরা নিজেদের সাজা শোনার পর ঠিক কেমন ছিলেন ৷
advertisement
2/6
জেল সূত্রের খবর অনুযায়ি নিজেদের মৃত্যু নিশ্চিত এই খবর শোনার পরেই খানিকটা যেন টলে গিয়েছিল এই ধর্ষকরা ৷ তবে এও খবর েতবড় নৃশংস ঘটনা ঘটানোর এত কিছুর পরেও এদের মধ্যে কোনও অনুতাপের ছায়া নেই ৷ এদিনের ভয়ও পেয়েছে তারা শুধুমাত্র নিজেদের কথা ভেবে -যে এবার তাদের জীবন হয়ত সত্যি শেষ হয়ে যাবে ৷
advertisement
3/6
এদিকে মৃত্যদন্ডের খবর শোনার পরেই প্রথমে বিনয় কুমার ও মুকেশ ফের প্রাণভিক্ষা করে পিটিশন দাখিল করেছে ৷ একজনের দাবি ঘটনাটি ঘটার সময় সে নাবালক ছিল ৷ এটাই এই গ্যাং রেপের দুষ্কৃতীদের শেষ আইনি অধিকার ৷
advertisement
4/6
নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত চারজনের তিন জন ছিলেন তিহাড়ের ২ নম্বর ও একজন ছিলেন ৪ নম্বর জেলে ৷ শুক্রবার এদের সম্ভবত সকলকেই চার নম্বর জেলে স্থানান্তরিত করা হচ্ছে ৷
advertisement
5/6
নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
advertisement
6/6
অক্ষয়ের মাও তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে , পরিস্থিতি সামাল দিতে জেল কর্তৃপক্ষকে আসরে নামতে হয় ৷ Photo - NEWS 18 Ceartive