TRENDING:

ব্যর্থ প্রেম, ফেসবুক লাইভ করে মন্দিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের! তারপর...

Last Updated:
advertisement
1/6
ব্যর্থ প্রেম, ফেসবুক লাইভ করে মন্দিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের! তারপর..
▪ প্রেমে ব্যর্থ হয়েছেন যুবক৷ প্রেমিকা অন্য ছেলেকে বিয়ে করেছেন, তা কোনওভাবে মানতে পারেননি যুবক৷ তাই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি৷ অন্য কোথাও নয়, আত্মহত্যা করলেন মন্দিরে৷ নিজের যন্ত্রণাময় পরিণতি পুরোটাই ফেসবুকে লাইভ করলেন তিনি৷ Representative Image
advertisement
2/6
▪ ঘটনাটি ঘটেছে শনিবার, আগ্রার রাইভা গ্রামের৷ স্থানীয় মন্দিরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন যুবক৷ মৃত্যুর আগে চার পাতার সুইসাইড নোট লিখেছিলেন তিনি৷ এমন চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য সুইসাইড নোটে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি৷ সঙ্গে এও জানা যে মৃত্যুর পর তার অঙ্গদান করা হোক৷ Representative Image
advertisement
3/6
▪ যা সব থেকে ভয়ানক তা হল, তার অনেক বন্ধু ফেসবুকে আত্মহত্যা প্রক্রিয়ার লাইভ ভিডিও দেখতে পান! কারণ মৃত্যুর আগে যুবক তার এই সিদ্ধান্তের কথা আত্মীয় ও বন্ধুদের জানান৷ Representative Image
advertisement
4/6
▪ মৃত যুবকের পরিচয় জানা গিয়েছে৷ তার নাম শ্যাম শিকারওয়ার৷ আত্মহত্যার সময় লাইভ ভিডিওতে তিনি বারবার পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন এই বিষয় কোন পদক্ষেপ না নেওয়ার জন্য৷ সঙ্গে পরিবারের লোকের কাছে অনুরোধ রাখেন যাতে তার মরদেহের ছবি ফেসবুকে পোস্ট কারা হয়৷ Representative Image
advertisement
5/6
▪ আত্মহত্যার সময় তিনি বলেছেন যে প্রেমিকাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না৷ এই বিচ্ছেদের ফলে নিজের চাকরিও ছেড়েছেন তিনি৷ বাঁচার আশা হারিয়ে এমনভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন বলে চরম সময় জানিয়েছেন শ্যাম৷ Representative Image
advertisement
6/6
▪ মৃত্যুর পর তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ এবং ফেসবুক থেকে শ্যাম শিকারওয়ার অ্যাকাউন্টও সরিয়ে দেন তার পরিবারের সদস্যরা৷ Representative Image
বাংলা খবর/ছবি/ক্রাইম/
ব্যর্থ প্রেম, ফেসবুক লাইভ করে মন্দিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের! তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল