মর্মান্তিক ! বিয়ের জন্য চাপ পরিবারের, প্রেম করার অপরাধে ভীষণ মারধর বাড়ির মেয়েকে
Last Updated:
advertisement
1/5

চোখে জল আনার মত ঘটনা ! মধ্যপ্রদেশের যুবতীকে নির্দয়ভাবে মারধর করেছে সেই ঘটনা সামনে এসেছে ৷ ঘটনাটির পুরো ভিডিও সামনে আঅসতেই মুহূর্তেই হয়েছে ভাইরাল ৷
advertisement
2/5
মধ্যপ্রদেশের বাগথানার অন্তর্গত ঘটবারী গ্রামে ঘটেছে ৷ ওই যুবতী গ্রামের কোনও ছেলেকে বালবাসত তার প্রেম করত ঘটনাটি পরিবাররে পক্ষ তেকে মেনে নেওয়া হয়নি ৷
advertisement
3/5
পরে আদিবাসী যুবতী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ পরে যুবতীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার জন্য অভিযোগ জানিয়েছিল ৷ পরে পুলিশ নিখোঁজ যুবতীকে উদ্ধার করে পরিবাররে হাতে তুলে দিয়েছে ৷
advertisement
4/5
ভিডিও দেখে পুলিশ অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যান নম্বর দেখে অভিযুক্তদের কাছে পৌঁছেছে, অভিযুক্তদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছিলেন ৷
advertisement
5/5
জানা গিয়েছে যুবতীর বাড়ির লোকেরা বিয়ে করার জন্য অত্যন্ত চাপ দিয়েছিল ৷ যুবতীও প্রেমিককে বিয়ে করার জন্য ধনুকভাঙা পন করে বসেছিল ৷ এরপরে পরিবারের লোকেরা রেগে গিয়ে মারধর করেছে যুবতীকে ৷