TRENDING:

৬ বছরের শিশুকে গণধর্ষণ, খুন উত্তর প্রদেশে! কালাজাদু করতে বের করা হল ফুসফুস

Last Updated:
এই ঘটনায় অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়. তা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
advertisement
1/8
৬ বছরের শিশুকে গণধর্ষণ, খুন উত্তর প্রদেশে! কালাজাদু করতে বের করা হল ফুসফুস
ছ' বছরের শিশুকে প্রথমে গণধর্ষণ করে খুন৷ তার পর কালাজাদু করার জন্য শরীর কেটে ফুসফুস এবং হৃদযন্ত্র বের করে নিল দুই ধর্ষক! শিউরে ওঠার মতো এমনই নৃশংস ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের ভদ্রস গ্রামে৷ রবিবারই একটি জঙ্গলের মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷
advertisement
2/8
তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক মহিলা যাতে সন্তানের জন্ম দিতে পারেন, তার জন্য কালাজাদু করতে এই শিশুকন্যাটির খুন করে তার ফুসফুস বের করা হয়েছিল৷ ওই মহিলার স্বামীই এই নির্মম হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী৷
advertisement
3/8
ওই শিশুটিকে গণধর্ষণ এবং খুনের অভিযোগে অঙ্কুল কুরিল (২০) এবং বিরান (৩১) নামে দু' জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ওই দু' জন জেরায় জানিয়েছে, পরশুরাম নামে এক ব্যক্তির কথাতেই এই নৃশংস অপরাধ করেছে তারা৷
advertisement
4/8
পরশুরাম নামে ওই চক্রান্তকারীকেও গ্রেফতার করেছে পুলিশ৷ প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে নিজের দোষ স্বীকার করেছে সে৷ পুলিশকে পরশুরাম জানিয়েছে, ১৯৯৯ সালে বিয়ে হলেও এখনও তাদের কোনও সন্তান হয়নি, সেই কারণেই স্ত্রীর গর্ভে সন্তান আনতে কালাজাদু করতে চেয়েছিল সে৷ ঘটনার কথা জেনেও কাউকে না জানানোর অভিযোগে পরশুরামের স্ত্রীকেও পুলিশ আটক করেছে৷
advertisement
5/8
কালাজাদু করার জন্য একটি শিশুর ফুসফুস প্রয়োজন ছিল পরশুরামের৷ সেই কারণে নিজের ভাইপো অঙ্কুল এবং তার বন্ধু বিরানকে ওই শিশুকন্যাকে অপহরণ করে খুন করার কাজে লাগায় পরশুরাম৷ যাতে ওই শিশুকন্যার ফুসফুস হাতে পায় সে৷
advertisement
6/8
পুলিশ জানিয়েছে, গত শনিবার দিওয়ালির আগের দিন সন্ধ্যায় বাজি কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল শিশুটি৷ তখনই তাকে অপহরণ করে কাছের জঙ্গলে নিয়ে গিয়ে জঘন্য এই অপরাধ করে দুই অভিযুক্ত৷ ওই দিন রাতে শিশুটির পরিবারের লোকজন জঙ্গলে গিয়ে তল্লাশি চালালেও তার খোঁজ পায়নি৷ পরের দিন সকালে কয়েকজন গ্রামবাসী জঙ্গলের মধ্যে শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন৷
advertisement
7/8
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা করেছে পুিলশ৷ কালাজাদু করতেই যে শিশুটিকে খুন করা হয়েছে তা প্রমাণ করতে ফরেন্সিক বিশেষজ্ঞ এবং স্নিফার ডগকেও কাজে লাগানো হয়েছে৷
advertisement
8/8
এই ঘটনায় অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়. তা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ফাস্ট ট্র্যাক আদালতে মামলা দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন তিনি৷ পাশাপাশি নিহত শিশুটির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি৷
বাংলা খবর/ছবি/ক্রাইম/
৬ বছরের শিশুকে গণধর্ষণ, খুন উত্তর প্রদেশে! কালাজাদু করতে বের করা হল ফুসফুস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল